রূপচর্চা বিষয়ক বই pdf download fashion and skin care pdf book

Rate this post

fashion and skin care pdf book.rupchorcha book pdf download from tunetuni.

রূপচর্চা বিষয়ক বই pdf download || ফ্যাশন ও রূপচর্চার বই pdf book || Rupchorcha book pdf || Fashion and Skin Care – ফ্যাশন ও রূপচর্চা || Beauty Book House Books – বিউটি বুক হাউস এর বই pdf || মেহেদি ডিজাইন pdf bangla

রূপচর্চা বিষয়ক বই pdf download

রূপচর্চার প্রথম কথাঃ

সৌন্দর্যের পূর্ণ প্রকাশ ঘটে সামঞ্জস্যপূর্ণ শারীরিক গড়নে , ত্বকের উজ্জ্বলতায় , নিখুত মেকআপে , মানানসই হেয়ার স্টাইলে এবং সঠিক রঙের রুচিশীল সাজ পােশাক ও অলংকারে । এসবকিছুই যেমন প্রত্যেক নারীকে সুন্দরী হতে সাহায্য করে , তেমনি শুধুমাত্র এ সবকিছুর মাধ্যমেই যে সৌন্দর্য সম্পূর্ণ করে ফুটিয়ে তােলা যাবে তা নয় । বরং সৌন্দর্য পরিপূর্ণতা লাভ করে তখনই যখন এসবের সাথে যুক্ত হয় আত্মবিশ্বাস , মার্জিত আচরণ , আচার – ব্যবহার , চলাফেরা ও বসার সঠিক ভঙ্গি , কথা বলার নম্র ধরন , রুচিশীল আদব – কায়দা ও আকর্ষণীয় ব্যক্তিত্ব ।

আত্মবিশ্বাস : প্রতিনিয়ত আমরা কঠিন বাস্তবের মুখােমুখি হয়ে থাকি । যে সমাজে আমরা বড় হই , চলাফেরা ও কাজকর্ম করি সে সম্পর্কে অনেক কথা বলা হলেও এখনাে সে সমাজ বেশ রক্ষণশীল । বিশেষ করে মেয়েদের আরাে বেশি বিধি – নিষেধের মধ্যে থাকতে হয় । বর্তমানে যদিও পড়াশােনার ক্ষেত্রে ছেলে ও মেয়েদের মধ্যে খুব একটা প্রভেদ নেই তারপরও মেয়েদের ক্ষেত্রে সমাজের যে নির্দিষ্ট বিধি – নিষেধ থাকে , তাকে অতিক্রম করা সম্ভব কেবলমাত্র আত্মবিশ্বাসের মাধ্যমে । আত্মবিশ্বাসই এক মাত্র পন্থা নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করার , শুধু নারী নয় মানুষ হিসেবে ।(Pdf download)

আচার – ব্যবহার : আপনার আচার – ব্যবহারের ওপর নির্ভর করছে আপনার সঙ্গ অন্যের কাছে কতটা আকর্ষণীয় । আর এই জ্ঞান আপনি অর্জন করতে পারবেন আপনার পরিবার থেকে । সুতরাং আপনার পরিবারকে হতে হবে এ ব্যাপারে সচেষ্ট । আপনার প্রতি পরিবারের এবং পরিবারের প্রতি আপনার এই দায়িত্ব রয়েছে সমানভাবে । এক্ষেত্রে আপনাকে করতে হবে স্বাভাবিক আত্মমর্যাদাটুকু বজায় রেখে একজনের পক্ষে যতটা বিনয়ী ও নম্র হওয়া সম্ভব সেটুকু অর্জন করা ।

ব্যক্তিত্ব : মানব চরিত্রের সবচেয়ে বড় গুণ হলাে ব্যক্তিত্ব । এই ব্যক্তিত্বের প্রভাব একজন অতি সাধারণ পুরুষ বা মহিলাকে অসাধারণ করে তােলার ক্ষমতা রাখে । দৈহিক সৌন্দর্যের পাশাপাশি আপনার জীবনের সর্বক্ষেত্রে সঠিক মতামত প্রকাশ করা ও দৃঢ়ভাবে সে মত পােষণ করে থাকার চেষ্টা করা দরকার । এছাড়াও আরাে যে বিষয়গুলাে সব সময় মনে রাখা প্রয়ােজন তাহল ছােটদের সাথে আপনার ব্যবহার হবে যেমন সহজ সরল তেমনি সমবয়স্কদের কাছে আপনার ব্যবহার হওয়া উচিত হাসি – খুশি , উদার , খােলামেলা । কিন্তু বয়স্কদের সাথে ব্যবহারে শ্রদ্ধাশীল , বিনয়ী ও নম্র ভাব প্রকাশ করতে জানতে হবে ।

আপনার চরিত্রের সাথে প্রয়ােজন শিষ্টাচার ও আতিথিয়তা , দাঁড়ানাে , বসা বা হাঁটাচলা , হাসি ও কথা বলাতে থাকবে অনন্য বৈশিষ্ট্য । মনে হতে পারে অনেক কিছু মানিয়ে চলতে হবে আপনাকে ? আসলে তা নয় । একটু আয়ত্ত করুন ব্যাপারগুলাে । দেখবেন এগুলাে আপনার ভেতর তৈরিই ছিল । শুধু প্রকাশে কিছুটা কমতি ছিল । বার বার ব্যবহারে এ বিষয়গুলােই হবে আপনার চরিত্রের অনবদ্য বৈশিষ্ট্য ।

সাধারণ চেহারায় অসাধারণ হতে চান (Pdf download)

যখনই ড্রয়িং টেবিলের সামনে বসে ভাবেন আজ এমন সুন্দর করে মেকআপ করব যে কেউই প্রশংসা না – করে পারবে না । ঠিক এমন সময়ই মুখের কোথাও না কোথাও দাগ , ফাটা ঠোট কিংবা ফোলাফোলা ক্লান্ত চোখ আয়নায় ভেসে ওঠে । এই পরিস্থিতি থেকে রেহাই পেতে আপনি কি করবেন ?

ব্ল্যাক হেডস্ : যদি ত্বক তৈলাক্ত হয় তবে মুখের যে কোন জায়গায় ব্ল্যাক হেডস্ বেরােতে পারে । এক্ষেত্রে সব থেকে ভাল কোন বিউটিশিয়ানের কাছে গিয়ে পরামর্শ নিন । কারণ ঘরােয়াভাবে রূপচর্চা করে , এর থেকে রেহাই পাওয়া খুবই মুশকিল । রােমকূপ সঙ্কুচিত হওয়ার পরিবর্তে বড়ও হয়ে যেতে পারে । সুতরাং ঝুঁকি না – নেওয়াই ভাল । যদি একবার ব্ল্যাক হেডস্ দূর করা না যায় তবে সপ্তাহে দু – তিনবার মুখে ফেস মাস্ক অবশ্যই লাগাবেন । তাহলে আর ব্ল্যাক হেডস্ বেরােবে না । ইতিমধ্যে তেলতেলে নয় এমন ফাউণ্ডেশন লাগিয়ে এগুলি ঢাকতে পারেন । ফাউণ্ডেশন সবসময় আঙুলের ডগা দিয়ে গােল – গােল করে ঘুরিয়ে লাগাবেন ।

দাগ : মুখে প্রায়ই ব্রণ এবং ব্রণের মতই ছােট ছােট দানা বেরিয়ে আসে । আর এই দানা বেরােতেই অনেকে টিপে ভেতর থেকে সাদা ভাতের মত শাঁস বের করে দিতে চেষ্টা করে । কিন্তু মনে রাখবেন ব্রণ বেশি টেপাটেপি করলেই সংক্রমণ হওয়ার ভয় থাকে , এমন হলে আপনি ব্রণের ওপর যে কোন এন্টিসেপটিক লােশন কিংবা ক্রিম লাগানাের পর ফাউন্ডেশন লাগান । এছাড়া রাতে শােওয়ার আগেও লােশন লাগিয়ে নিন । (Pdf download)

বলিরেখা ; চোখের চারপাশে বলিরেখা দেখা দেওয়া অর্থাৎ ত্বক কুঁচকে যাওয়া খুব চিন্তার বিষয় । তবে এসব বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই হয় । চোখের চারপাশের ত্বক খুব কোমল ও সংবেদনশীল এবং পাতলা । তৈলগ্রন্থিও হয় অপেক্ষাকৃত কম । তাই এই সব জায়গায় বেশি পরিমাণে পুষ্টির প্রয়ােজন । প্রতিদিন এই সব জায়গায় খুব যত্ন করে আইক্রিম লাগান । চোখের চারপাশে খুব হাল্কা ফাউণ্ডেশন কিংবা পাউডার লাগানাে উচিত । কারণ যে কোন প্রসাধন গাঢ় করে লাগালে দৃষ্টি কটু লাগে ।

ফোলা চোখ : যদি ঘুম ঠিক মতাে না হওয়ার দরুন কিংবা ক্লান্তিতে চোখ ফুলে ওঠে তবে কিছুক্ষণ শুয়ে থেকে বাদাম তেল কিংবা গােলাপ জলে তুলাের টুকরাে ভিজিয়ে চোখের ওপর ১০ মিনিট রাখুন । আরাম পাবেন । এছাড়া শসার পাতলা স্লাইস , আলুর স্লাইস কিংবা সাধারণ টি – ব্যাগও চোখের ওপর রাখতে পারেন । এতেও আরাম পাবেন ।

ঠোঁট ফাটা : শীতের দিনে বা অনেক সময় গ্রীষ্মের রূক্ষতায় প্রায়ই ঠোট ফাটে । ফাটা ঠোটের ওপর অলিভ অয়েল কিংবা দুধের সর লাগান । এছাড়া ভিটামিন ‘ ই ‘ যুক্ত ক্রিমও লাগাতে পারেন ।

মেকআপ টিপসঃ(Pdf download)

১. লিপস্টিক লাগানাের পর যদি ঠোটের চারপাশে ছড়িয়ে যায় তবে লাগানাের আগে ঠোটে হাল্কা করে ফাউণ্ডেশন লাগিয়ে নেবেন । তারপর ঠোটে লিপ পেন্সিলের সাহায্যে আউট লাইন তৈরি করে লিপস্টিক লাগান ।

২. গায়ের রঙ যদি শ্যামলা হয় তবে ফাউণ্ডেশন লাগালে বিশ্রী লাগবে । এর পরিবর্তে ত্বকের রঙের সঙ্গে মিলিয়ে গালে ব্লাশার লাগান ।

৩ , ক্লান্ত চোখের জন্য মাস্কারা আইশ্যাডাে এবং পেন্সিল লাইনার থেকে ভাল প্রসাধন আর কিছুই নেই । তবে এই প্রসাধনগুলি ওয়াটার প্রুফই ব্যবহার করুন । দেখবেন চোখের চমক ফিরে আসবে ।

৪. সঠিক মেকআপ সাধারণ চেহারাও দৃষ্টি নন্দন করে তুলতে সাহায্য করে ।

৫. মুখ গােল হলে , তা একটু লম্বা দেখাতে হলে নিজের জ ’ ( চোয়াল ) লাইন চিক বােন্স – এর টেম্পলস্ এবং কপালে গাঢ় কিংবা উজ্জ্বল রঙের ব্লাশার লাগান ।

৬. মুখাকৃতি চোয়াল ‘ জ ’ লাইনের ওপর ত্রিকোণ শেড দিন । চুল ছােট রাখুন এবং ইং পর্যন্ত ছড়িয়ে দিন ।

বিউটি গাইড আশা প্রাণ pdf book

Beauty skin rupchorcha book ফ্যাশন ও রূপচর্চার বই pdf download

Download

A to Z Beauti tips and secrets pdf download

Download

স্কিন কেয়ার আশা প্রাণ(Skin care pdf file)

Download

বইটি ডাউনলোড করতে VPN ON করুন৷

Beauty Tips for Man and Woman in Bangla PDF

Download

বইটি ডাউনলোড করতে VPN ON করুন৷

যেভাবে বইগুলোর পিডিএফ ডাউনলোড করবেন—দেখুন

রূপচর্চার অন্যান্য বই সমূহঃ

মর্ডান মেহেদি ডিজাইন pdf Click

রূপচর্চায় ভেষজ pdf Click

রুপচর্চার আধুনিক নিয়ম pdf Click

রূপচর্চার এ টু জেড Pdf Click

গৃহিনীদের জানা অজানা pdf Click

কীভাবে সুন্দরী হবেন pdf Click

মেয়েদের সৌন্দর্যচর্চা Pdf Click

নারীর সৌন্দর্যকথা Pdf download Click