ইংরেজি উচ্চারণ শেখার বই pdf download

Rate this post

english-pronunciation in bengali pdf download from Tunetuni.

english-pronunciation pdf download

ইংরেজি উচ্চারণ শেখার বই pdf download

আমরা অনেকেই ইংরেজি কিছুটা হয়তো জানি , অনেকে একদমই জানি না । যারা জানি তারা কি ইংরেজি মুভি গান বা BBC , CNN- এর ইংরেজি নিউজ সম্পূর্ণ বুঝি ? ……. উত্তর অনেকেই না । আসল সমস্যা ইংরেজির সঠিক উচ্চারণ । শিশুকাল থেকেই আমাদের ভুল ইংরেজি উচ্চারণ শেখানো হয় । কথা সত্য কিনা নিজেকে প্রশ্ন করুন । এ বইটিই সহজ সমাধান । এটি কোন সাধারণ বই নয় । দীর্ঘ দিনের গবেষণার ফসল । যাতে আছে , A to Z পর্যন্ত প্রতিটি বর্ণ / ধ্বনির সঠিক উচ্চারণ । প্রতিটি শব্দের সঠিক উচ্চারণ । এ ছাড়া কীভাবে নতুন শব্দ তৈরি করবেন তার অভিনব টেকনিক ।

কেন ইংরেজি উচ্চারণ খুবুই গুরুত্বপূর্ণঃ Pdf Download

Globalization বা বিশ্বায়নের এই তীব্র প্রতিযোগিতায় English ভাষার কোন বিকল্প নেই । আন্তর্জাতিক যোগাযোগের মাধ্যম হিসেবে এই ভাষা বিশ্বব্যাপী ব্যবহৃত । এই ভাষাকে সঠিক ভাবে রপ্ত করতে পারলে জীবনে সাফল্য নিশ্চিত বলা যায় । কিন্ত English ভাষা শিখতে গিয়ে চিরাচরিত Letter বা বর্ণ ভিত্তিক হলে উচ্চারণে ত্রুটি বিচ্যুতি থেকেই যায় । কেননা English বানান বা Spelling- এর সাথে অনেক ক্ষেত্রেই উচ্চারণের মিল থাকে না । তাছাড়া এই ভাষার রয়েছে নিজস্ব বাক ভঙ্গি এবং রীতি । যেটা বাংলা বা অন্য ভাষায় হুবহু ভাষান্তর করে আয়ত্ব করা যায়না । তাই সঠিক ও শুদ্ধ ভাবে English কথোপকথন বা উচ্চারণ জানার জন্য English Phonetic Symbol বা Sound Symbo . সম্পর্কে যথাযথ জ্ঞান অর্জন করতে হবে । ধ্বনি তাত্ত্বিক বিচারে English ভাষায় 88 টি Sound শোনা যায় ।

সহজ ইংলিশ উচ্চারণ বই pdf download

অশুদ্ধ উচ্চারণের কারণ

প্রথমতঃ আমরা English ভাষা শেখার ক্ষেত্রে শুধু মাত্র Letter বা বর্ণের উপর নির্ভর করি যা Written English এর অংশ মাত্র ।

দ্বিতীয়ত : Vocabulary শিখতে গিয়ে আমরা প্রচলিত Dictionary ব্যবহার করি যাতে উচ্চারণ নয় , শব্দের অর্থটাই মূখ্য । এখানে English শব্দের উচ্চারণ Phonetic Script এর পরিবর্তে বাংলায় দেয়া থাকে । যেমন ঃ What ( হোয়াট ) , Why ( হোয়াই ) , ইত্যাদি যা অধিকাংশ ক্ষেত্রে সঠিক English উচ্চারণ নয় । হোয়াট , হোয়াই সঠিক উচ্চারণ

তৃতীয়ত: অন্যান্য ভাষার মত English ভাষার ও নিজস্ব বাক – ভঙ্গী এবং স্বকীয়তা রয়েছে । কিন্তু শুরু থেকে আমরা বাংলা ভাষার সাহায্যে English শেখার চেষ্টা করি বলে সঠিক English উচ্চারণ হয় না । যেমন A কে ‘ এ ’ , B কে ‘ বি ’ উচ্চারণ করি , যা সম্পূর্ণ ভুল । ( এ , বি সঠিক উচ্চারণ নয় ) । [

চতুর্থত : English উচ্চারণের প্রকৃত রূপ IPA বা আন্তর্জাতিক ধ্বনি বর্ণমালা ছাড়া সঠিক ভাবে তুলে ধরা সম্ভব নয় । কিন্তু আমরা IPA এর সাথে পরিচিত নই । ফলে বাংলা ধ্বনি , বর্ণের সাহায্যে English উচ্চারণ করতে গিয়ে কোন কোন ক্ষেত্রে উচ্চারণ ও অর্থ দুটোই বিকৃত হয় ।

পঞ্চমত : English ভাষা শিখতে গিয়ে আমরা পড়া লেখার উপর বেশী জোর দেই । কিন্তু শোনা – বলার ক্ষেত্রে আগ্রহ কম । তাই কথোপকথনে জড়তা এবং উচ্চারণে ভুল ভ্রান্তি থেকেই যায় ।

ষষ্ঠত : শ্রেণী পাঠদানে চিরাচরিত Grammar Translation method দ্বারা ইংলিশ শেখানো হয় । যা Spoken এবং pronunciation উপযোগি নয় ।

english-pronunciation in bengali pdf book

সঠিক উচ্চারণের উপায়

প্রথমত : English ভাষা শেখার প্রারম্ভে Letter এর পাশাপাশি English Phoneme গুলো অনুশীলন করতে হবে ।

দ্বিতীয়ত : প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের English Phonetics বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দিতে হবে ।
তৃতীয়ত : একে বারে প্রথম শ্রেণী থেকে English ক্লাসে পাঠ উপস্থাপন এবং ছাত্র – শিক্ষক কথোপকথনে বাংলা ভাষার ব্যবহার পরিহার করতে হবে । তবে বিশেষ ক্ষেত্রে বাংলা ব্যবহারে ছাত্র – ছাত্রীদের পক্ষে English শেখা সহজ হয় ।

চতুর্থত : আমাদের সকল শ্রেণীর English পরীক্ষায় Listening এবং Speaking এর ব্যবস্থা রাখতে হবে । [

পঞ্চমত : শ্ৰেণী পাঠদানে Communicative Language Teaching ( CLT ) পদ্ধতি ব্যবহার করতে হবে । যা Spoken এবং Pronunciation এর জন্য খুবই সহায়ক ।

ষষ্ঠত : Oxford Dictionar- অনুসরণ করতে হবে । কেননা এতে প্রতিটি Word এর Phonetic Symbol এবং উচ্চারণের অন্যান্য বিষয় গুলো সুন্দরভাবে তুলে ধরা হয়েছে , যা সাধারণ অভিধানে নেই ।

advanced english pronunciation bangla pdf book

Oxford Dictionar- তে প্রতিটি Word এর জন্য যা রয়েছে:

1 ) Phonetic Script
2 ) Meaning
3 ) Word Class
4 ) Stress
5 ) Sentence
6 ) Photos / Pictures
7 ) Grammar
8 ) Strong & weak form এর ব্যবহার ।
9 ) British এবং American উচ্চারণ ও বানানের পার্থক্য । সুতরাং Written এবং Spoken উভয় ক্ষেত্রেই English শিক্ষার্থীর জন্য Oxford Dictionary অনুসরণ করা খুবই জরুরী ।

Download Now english-pronunciation book pdf

ইংরেজি উচ্চারণ বই PDFDownload Now