ইট দ্যাট ফ্রগ-ব্রায়ান ট্রেসি pdf books eat that frog brian tracy

4/5 - (1 vote)

ইট দ্যাট ফ্রগ-ব্রায়ান ট্রেসি pdf books eat that frog brian tracy. প্রিয় রিভিউ পাঠক এবার আমি সংক্ষেপে বইটির ধারনা দেওয়ার চেষ্টা করবাে :

১ ) সফলতার প্রধান সূত্র আপনার চিন্তা গুলােকে অবশ্যই অগ্রাধিকার ভিত্তিতে কাগজে লিখে ফেলুন এবং তা বাস্তবায়ন করার জন্য প্রচুর পরিশ্রম করুন ।

২ ) আপনি আসলে কি অর্জন করতে চান সে বিষয়ে এখনই সুচিন্তিত সিদ্ধান্ত নিন ।

৩ ) সময়ের সবচেয়ে বাজে ব্যবহার হলাে- এমন কোনাে কাজ ভালােভাবে করা যা করা মােটেই দরকার ছিলাে না ।

৪ ) আপনার লক্ষ্য অর্জনের জন্য একটি সময়সীমা নির্ধারণ করুন এবং তা অর্জনে জন্য যেসব কাজ করতে হবে তার একটি তালিকা তৈরি করুন ।

৫ ) প্রতিদিন এমন কিছু করুন যা আপনার লক্ষ্য কে পূরণ করতে সহায়তা করে ।

৬ ) স্বপ্ন পূরণের সাথে রিলেটেড এমন বই প্রতিদিন অবশ্যই পড়ুন ।

৭ )  ব্যর্থতার মূল কারণ হলাে পরিকল্পনা ছাড়া কাজ করা ।

৮ ) আপনার হাতে যে কাজটি আছে তার উপর আপনার সকল চিন্তা কেন্দ্রীভূত করুন ।

বইয়ের একাংশ:-
শুরুর আগে একটি পরিপূর্ণ প্রস্তুতি নিন আপনার সক্ষমতার মাত্রা কত সেটা কোনও বিষয় নয় । আপনার জীবনে যা কিছুর উন্নয়ন করতে পেরেছেন তা থেকে আপনার সম্ভাবনা অনেক বেশি । জেমস টি ম্যাকরে গড়িমসি দূর করার এবং দ্রুত কাজটি সম্পন্ন পাওয়ার উত্তম পদ্ধতির একটি হল কাজ শুরুর প্রয়ােজনীয় সবকিছু হাতের কাছে পাওয়া । যখন আপনি সম্পূর্ণ প্রস্তুত , আপনি একটি ট্রিগার চেপে ধরা বন্দুক বা তির টানা ধনুকের এক তিরন্দাজ , আপনার শুধু দরকার উচ্চ ভ্যালুর কাজ শুরু করার জন্য ছােটো একটি মানসিক ধাক্কা । এটি একটি পূর্ণ আহার তৈরির জন্য সবকিছু রেডি পাওয়ার মত । আপনি সব উপাদানই আপনার সামনের কাউন্টারে দেখতে পাচ্ছেন এবং তখন ডিনারের জন্য একসঙ্গে সব নিচ্ছেন না , একবারে একটি স্টেপ নিচ্ছেন । আপনার ডেস্কের বা কাজের স্থানের সবকিছু পরিষ্কার করার মাধ্যমে শুরু করুন । একটি মাত্র কাজ এখন । আপনার সামনে । প্রয়ােজনে অন্য সবকিছু মেঝে রাখুন অথবা আপনার পিছনের টেবিলে রাখুন । এ জবটি সম্পন্ন করতে প্রয়ােজনীর সব তথ্য , রিপাের্ট , বিস্তারিত পেপার এবং কাজের মেটেরিয়াল সব জোগাড় করুন । এগুলােকে হাতের কাছে রাখুন যাতে প্রয়ােজনীয় কিছু পেতে আপনাকে দাঁড়াতে না হয় অথবা বেশি নড়াচড়া করতে না হয় । নিশ্চিত হােন যে শুরু করা , চালিয়ে যাওয়া এবং শেষ করা পর্যন্ত দরকারি সব লেখার উপাদান , কম্পিউটার ডিস্ক , এক্সেস কোড , ই – মেইল এড্রেস এবং সবকিছুই আপনার কাছে আছে । আপনার কাজের এলাকা এমনভাবে সাজান যাতে তা আকর্ষণীয় , আরামদায়ক এবং দীর্ঘ সময়ে কাজের উপযােগী হয় । বিশেষভাবে নিশ্চিত হােন যে আপনার চেয়ারটি আপনার পিঠকে সাপাের্ট – দেবে এবং পা মাটিতে পেতে রাখতে সাহায্য করবে । সবচেয়ে প্রােডাকটিভ ব্যক্তি কাজের এলাকাকে তৈরি করতে সময় নেয় যাতে এখানে ব্যয় করা সময় সে এনজয় করে । কাজ শুরুর আগে আপনার এরিয়া যত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে , আপনার পক্ষে তত সহজে শুরু করে কাজ চালিয়ে যাওয়া সহজ হবে । গড়িমসি দূর করার একটি বড়াে কৌশল হল আগেভাগে সবকিছু পুরাে রেড়ি পাওয়া । যখন সবকিছু অর্ডার ও সিকুয়েন্স অনুযায়ী লে আউট করা থাকবে , তখন সেই কাজ করতে আপনি অনেক ভালাে অনুভব করবেন । কতগুলাে বই কখনও লেখা হয়নি , কতগুলাে ডিগ্রি কখনও কমপ্লিট হয়নি , কতগুলাে জীবনকে চেঞ্জ করে দেওয়ার মত কাজ কখনও শুরু হয়নি কারণ মানুষ আগেভাগে সবকিছু রেডি রাখার প্রথম স্টেপ নিতে পারেনি এটি এক বড়াে বিস্ময় ! একটি সফল মুভি স্ক্রিপ্ট লেখার এবং তা যেকোনও স্টুডিওতে বিক্রি করে দেওয়ার যারা স্বপ্ন দেখে সারা আমেরিকার এমন সব লােককে লস এঞ্জেলস আকর্ষণ করে । তারা লস এঞ্জেলসে যায় এবং বছর বছর ধরে নিম্নমানের কাজ করে জীবন ধারণ করার সময়ে জনপ্রিয় কোনও স্ক্রিপ্ট লেখার ও তা বিক্রি করার স্বপ্ন ধরে রাখে । সম্প্রতি লস এঞ্জেলস টাইমস উইলশেয়ার বাউলিবার্ট এ একজন রিপাের্টারকে পাঠায় পথচারীদের ইন্টারভিউ নেওয়ার জন্য । যখন কাউকে কাছে পাওয়া যায় রিপাের্টার জিজ্ঞেস করেন , আপনার স্ক্রিপ্টের খবর কী ? ‘ চারজনের মধ্যে তিনজন বলেন , প্রায় শেষ । দুঃখের কথা হল , প্রায় শেষ ‘ কথাটার অর্থ এখনও শুরু করে নাই ‘ । আপনার ক্ষেত্রে যেন এমন না হয় । যখন আপনি কিছু সামনে নিয়ে বসবেন , হাই পারফরমেন্সের বডি ল্যাঙ্গুয়েজ অনুভব করুন , চলার জন্য রেডি হয়ে যান । সােজা হয়ে বসুন , সামনের দিকে ঝুঁকে থাকুন , চেয়ারের পিছনে হেলান দেবেন না , হেলান দেওয়া থেকে দূরে থাকুন । নিজেকে মনে করুন একজন এফিসিয়েন্ট , ইফেকটিভ ও হাই – পারফরমিং ব্যক্তিত্ব । তারপর ফাস্ট আইটেম তুলে নিন এবং নিজেকে বলুন , ‘ চল , কাজ শুরু করি ‘ , কাজে ডুবে যান । একবার শুরু করলে , কাজ শেষ হওয়ার পর্যন্ত কাজ করতে হবে ।

ইট দ্যাট ফ্রগ-ব্রায়ান ট্রেসি pdf books

Pdf books

বইয়ে নাম : ইট দ্যাট ফ্রগ(Eat that Frog)

লেখক : ব্রায়ান ট্রেসিং(Brian tracy)

অনুবাদক : মোহাম্মদ আব্দুল লতিফ

ক্যাটাগরি : মোটিভেশনাল

Pdf Size : 10mb

google drive থেকে বইটির Pdf ডাউনলোড করুন

tunetuni pdf download

Download

যেভাবে ডাউনলোড করবেন—দেখুন