দ্বিতীয় বিশ্বযুদ্ধের ট্রাজেডি pdf download | বিশ্বযুদ্ধের বই pdf

Rate this post

ditiyo bishowjuddher trajedi book by Shahadat Hossain Khan pdf download from tunetuni.

দ্বিতীয় বিশ্বযুদ্ধের ট্রাজেডি বই রিভিউঃ(Pdf Download)

বইঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের ট্রাজেডি বই Pdf

লেখকঃ সাহাদত হোসেন খান এর বই Pdf

প্রকাশনীঃ আফসার ব্রাদার্স বই Pdf

ফরম্যাটঃ পিডিএফ ফাই(PDF)

ক্যাটাগরিঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস pdf

দ্বিতীয় বিশ্বযুদ্ধের ট্রাজেডি pdf download

pdf download

সাহাদত হোসেন খান এর বই Pdf Download

যুদ্ধ মানেই ধ্বংস ও মৃত্যু । দ্বিতীয় বিশ্বযুদ্ধ তার ব্যতিক্রম নয় । এটাই হচ্ছে মানব ইতিহাসে বৃহত্তম রক্তক্ষয়ী যুদ্ধ । প্রায় ৫ কোটি লােক নিহত হয়েছে । তাদের মধ্যে সৈন্য ছিল প্রায় অর্ধেক । যুদ্ধে শত্রু সৈন্য হত্যা করা অন্যায় নয় । তবে সবচেয়ে বড় কথা হলাে নিহতরা সবাই ছিল মানুষ ।

যুদ্ধ মানুষকে পশুতে পরিণত করেছিল । হিরােশিমা ও নাগাসাকিতে আণবিক বােমা নিক্ষেপে মুহূর্তে লাখ লাখ লােকের মৃত্যুর করুণ উপাখ্যান শুনতে পেলে কার না হৃদয় কাঁদে ! এমনকি কর্নেল পল টিবেটসের সহকারী রবার্ট লুই হিরােশিমায় বােমা নিক্ষেপের পর বেদনায় বলে উঠেছিলেন , ‘ হায় ঈশ্বর , আমরা একি করলাম !

বইটি লিখতে গিয়ে এরকম একটি অনুভূতি আমার মধ্যেও কাজ করেছে । বার বার আপন মনে বলেছি , হায় যদি এ সর্বনাশা যুদ্ধ না হতাে ! হিটলারকে যে যেভাবেই বিচার করুন না কেন , তাতে আমার কোনাে আপত্তি নেই । তবে তার প্রেমিকা ইভা ব্রাউনের বেদনা ও আত্মত্যাগ আমাকে ভীষণ ব্যথিত করেছে ।

যুদ্ধের এক একটি ঘটনা যেন এক একটি ট্রাজেডি । যুদ্ধে মিত্র শক্তি বিজয়ী হলেও মানবতা ও নীতিবােধ বিজয়ী হতে পারেনি । তাই আমি বইটির নাম দিয়েছি । ‘ দ্বিতীয় বিশ্বযুদ্ধের ট্রাজেডি ‘ । দ্বিতীয় বিশ্বযুদ্ধের রণাঙ্গন বিশ্বব্যাপী বিস্তৃত হলেও দু’টি জায়গার লড়াই অন্যান্য অঞ্চলে সংঘটিত লড়াইকে ছাড়িয়ে গিয়েছিল ।

তার একটি ছিল ওয়েস্টার্ন ফ্রন্ট এবং আরেকটি ছিল ইস্টার্ন ফ্রন্ট । আমার লেখাগুলােয় বার বার এই দুটি ফ্রন্টের বিষয়বস্তু স্থান পেয়েছে । বইটি আমি নিজের হাতে কম্পােজ করেছি । কোনাে পেশাদার প্রুফ রীডারের সাহায্য নেইনি বলে বানানে ভুল থাকা স্বাভাবিক । তথ্যগত ভুলও থাকতে পারে ।

তাছাড়া সংশ্লিষ্ট স্থান ও ব্যক্তির নামগুলাে এত বিদঘুটে য়ে অনেকক্ষেত্রে আমার নিজেরই বিভ্রাট লেগেছে । বিভ্রাট সত্ত্বেও আমি এগিয়ে গিয়েছি । ফরাসী ও জার্মান শব্দগুলাের বাংলা করা খুবই দুরূহ । তার উপর রয়েছে সামরিক পরিভাষা ।

একজন বেসামরিক ব্যক্তি হিসেবে আমার পক্ষে ভুল করাই স্বাভাবিক । তবে কোনাে ভুলই আমার ইচ্ছাকৃত নয় । বানানের ভুল – শুদ্ধের চিন্তা না করে ইতিহাসের একটি অমােচনীয় অধ্যায়কে এ প্রজন্মের কাছে তুলে ধরার চেষ্টা করেছি মাত্র । আশা করি পাঠকগণ মার্জনার চোখে দেখবেন ।

Download Now ditiyo bishowjuddher trajedi book by Shahadat Hossain Khan pdf

Download