ডায়েরি অব অ্যা মুসলিম কিড pdf download | ছোট গল্প pdf

Rate this post

diary-of-a-muslim-kid book by Faatiha Aayat pdf download from tunetuni.

ডায়েরি অব অ্যা মুসলিম কিড বই রিভিউঃ(Pdf Download)

বইঃ ডায়েরি অব অ্যা মুসলিম কিড বই Pdf

লেখকঃ ফাতিহা আয়াত এর বই Pdf

প্রকাশনীঃ অনন্যা

ফরম্যাটঃ পিডিএফ ফাই(PDF)

ক্যাটাগরিঃ ফাতিহা আয়াত বই PDF, ছোট গল্প pdf

ফাতিহা আয়াত এর বই Pdf Download || ছোট গল্প pdf

pdf download

ডায়েরি অব অ্যা মুসলিম কিড বইটির বিষয়বস্তুঃ(Pdf Download)

ফাতিহা আয়াত । অসম্ভব প্রতিভাবান একটি মেয়ে । এই বয়সে তার অর্জন এবং তার ভাবনা যে কাউকে মােহিত করে । তার চিন্তা চেতনাকে নাড়া দিয়ে যায় । তার দেশপ্রেম , ভবিষ্যত নিয়ে ভাবনা মনে আশা জাগায় । আমাদের বিশ্ব আরও এগিয়ে যাবে এই সব প্রতিভাবানদের হাত ধরে ।

স্কুলে এবং নানা জায়গায় ছােটরাও যে বুলিংএর শিকার হয় ফাতিহা আয়াত তেমনই একটি উপখ্যান রচনা করেছে । এর আগে ফাতিহার দুটো বই অ্যামাজন থেকে প্রকাশিত হলেও বাংলাদেশ থেকে এটিই প্রথম প্রকাশিত বই । ফাতিহার লেখনি দিন দিন আরও পরিপক্ক হচ্ছে ।

এই বইটি প্রকাশের আগেই পান্ডুলিপি পড়ার সৌভাগ্য হয়েছিল । আমার । আমি ফাতিহার বইটির সর্বাধিক প্রচার ও প্রসার কামনা করছি । ফাতিহার হাত ধরে আরও ভালাে ভালাে লেখা বেরিয়ে আসুক সেই প্রত্যাশা ব্যক্ত করছি । বইটি কিশাের কিশােরীদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় আছে বলে আমি মনে করি ।

ডায়েরি অব অ্যা মুসলিম কিড pdf download

স্কুল সবসময় আনন্দের হয় ! (Pdf Download)

সকাল বেলা বাবার গাড়িতে গল্প করতে করতে যাওয়া , ফেরার সময় স্কুলবাসের স্টেরিও সিস্টেমে বাজানাে জন লেননের গান শুনতে শুনতে বন্ধুদের সাথে কোরাস করা , বাস থেকে নেমে মায়ের সাথে মােড়ের দোকান থেকে আইসক্রিম খাওয়া , স্কুল ব্রেকে সবাই মিলে প্লে গ্রাউন্ডে ছােটাছুটি করা , লাইব্রেরীতে গিয়ে ডিটেকটিভ বই পড়া … এরকম আরাে কত্ত মজা তাই না ।

কিন্তু আমি জানি , কোভিড -১৯ এর কারনে আমার মত তােমরাও অনেকেই অনলাইনে স্কুলে অ্যাটেন্ড করছ । আমি আশা করি তােমরা বিষয়টা উপভােগও করছ । কিন্তু আমার কাছে ব্যাপারটা অনেকটা ভিন্ন ভিন্ন দিক থেকে ভিন্ন ভিন্ন নদী এসে একই সাগরে পতিত হওয়ার মতই ।

অনেক রকম পাখী এসে আমাদের বাসার পাশের সেই বুড়াে ওক গাছে পাশাপাশি বসার মতই । যতক্ষণ আমার কাঁটা ঘায়ে তারা নুনের ছিটা দিতে পারছে ততক্ষণ স্কুল আগের মত সরাসরি হােক বা ভার্চুয়াল হােক , আমার ক্লাসমেটদের কাছে সেটা কোন ব্যাপারই না । ইস ! এখন মনে হচ্ছে ভুল করে ফেলেছি ।

উপরে যেখানে প্রথম লাইনে লিখেছি- “ স্কুল সবসময় আনন্দের হয় ! ” , তার বদলে কি আমার স্কুল মাঝেমাঝে অপ্রীতিকরও হয় ” লেখা উচিত ছিল ?

বাক্স বন্দী শেয়াল (Pdf Download)

একদিন ক্লাসের জন্য গুগল মিট খুলছিলেন আমাদের টিচার , মিসেস এম ( মার্গারেট এর সংক্ষেপ ) । তিনি গুগল ক্লাসরুমের স্ট্রীমে লিখলেন , “ এখন আমরা রাইটিং ক্লাশ করব ” ।

মােট ২৭ জন ছাত্রছাত্রী থাকলেও প্রথমে অল্প কিছু ছাত্রছাত্রী উপস্থিত ছিল , মাত্র ১০-১১ জন । আস্তে আস্তে বাকীরাও আসতে থাকল । মিসেস এম প্রথমে ভিক্টর নামের একজন ছাত্রকে বললেন ‘ বাক্স বন্দী শেয়াল ’ বইটার ব্যাপারে তার মতামত দিতে । ভিক্টর বলল , আমার কিছু বলার নেই শুধু একটা কথা ছাড়া ।

বইটার প্রচ্ছদে যেই শেয়ালের ছবিটা আঁকা আছে , সেটার মুখটা দেখতে ইকরা’র মুখের মত । সবাই তার কথায় হেসে দিল । আমি জানি সে কি বুঝিয়েছে । সে আমার হিজাবকে তুলনা করেছে । বাক্সের সাথে এবং তার কাছে আমার মুখটা হল সেই বাক্সে বন্দী শেয়ালের মুখ । এ কথা শুনে আমার ইচ্ছে হচ্ছিল মাটি যদি দুভাগ হয়ে যেত আর আমি যদি তার ভিতরে ঢুকে যেতে পারতাম ।

আমার মলিন গাল বেয়ে নেমে আসছিল নােনাজল আর ছােট্ট জানালা দিয়ে আসা রােদে চকচক করছিল সেই অশ্রুবিন্দু । কিন্তু আমার কান্না কেউ খেয়াল করেনি , কেন ? আমার ক্যামেরা অফ ছিল ? নাকি আমাকে নিয়ে কারাে মাথাব্যাথা নেই , তাই ?

আমি কি একটা রঞ্জক পদার্থ ? (Pdf Download)

যখন রিডিং ক্লাসের সময় আসল , মিসেস এম বললেন , “ আজকে আমরা পড়ব বিজ্ঞানের একটা বই – “ রঞ্জক পদার্থ কি ? মৌসুম বদলের সাথে গাছের পাতার রং বদলায় কেন ? ” ঠিক তখন আরেকজন ছাত্র , লিয়েন বলে উঠল , “ সৃষ্টিকর্তাকে ধন্যবাদ যে মানুষের শরীরে এতরঞ্জক পদার্থ নেই ।

আমাদের চামড়ার রং বদলায় । তা না হলে ইকরার শরীরে ক্লোরােফিল , ক্যারােটিনয়েড , অ্যান্থােসায়ানিন , জ্যান্থােফিল সবগুলােই থাকত । ওর চামড়ার রংতাে বাদামী , তাই । সাদাও না , কালােও না ।

আমার মনে হয়না এ কথা শুনে মিসেস এম একটুও অবাক হয়েছেন । কারণ লিয়েন আমাকে এগুলাে বলে অভ্যস্ত । এমা জিজ্ঞেস করল , “ লিয়েন , তুমি সবসময় ইকরাকে মন্দ কথা বল কেন ” ? “ শুধু আমাকে দোষ দিচ্ছ কেন , ক্লাসের সবাইতাে তাই করে ” , এই ছিল লিয়েনের জবাব । এটাই হল আসল কথা ।

অবাক হওয়ার কিছু নেই । আমার জন্মই হয়েছে । অপমান সহ্য করার জন্য । আমিতাে একজন মুসলিম শিশু ।

ক্যাটাগরিঃ বয়স যখন ৮-১২: গল্পের বই pdf || When 8-12: Story books

diary-of-a-muslim-kid book by Faatiha Aayat pdf download

Download