কমান্ডো pdf books by রাজীব হোসেন এর বই পিডিএফ commando

3.7/5 - (6 votes)

রাজীব হোসেন এর বই কমান্ডো pdf books free download.

কমান্ডো(Commondo) বইয়ের বিবরনঃ(Pdf Books)

বইঃ কমান্ডো(Commando)

লেখকঃ রাজীব হোসেন

প্রকাশনীঃ নালন্দা

ফরম্যাটঃ পিডিএফ ফাইল(Pdf)

কমান্ডো রাজিব হোসেন pdf | Commando Razib hosan pdf books | রাজিব হোসেন এর বই পিডিএফ

Commando pdf books

কমান্ডো বুকস পিডিএফ রিভিউঃ(Pdf books)

এ.পি.জে. আবদুল কালামের এক বিখ্যাত উক্তির কথা মনে আছে নিশ্চয়ই … ” স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত স্বপ্ন দেখে যাও । স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখাে , স্বপ্ন হলাে সেটাই যা তােমাকে ঘুমােতে দেয় না । ” ” কমান্ডাে ” বইয়ের লেখক ” রাজীব হােসেন ” স্যারের সাথে ঠিক এমনটাই হয়েছিল ।

রাশিয়ার কার্গো বিমান আন্তানভ -৩২ থেকে ঝাঁপ দেয়ার স্বপ্ন নিশ্চয়ই তাঁকে রাতের পর রাত নিঘুম থাকতে আর সেই নিষ্ঠুম রাতের স্বপ্ন পূরণের সারথী হতে উৎসাহিত করেছিল । কাপ্তাইয়ের জলে হংস শাবক সাঁতার কিংবা শাশুড়ি সংক্রান্ত ঘটনা পাঠে দাঁতে দাঁত চেপে হেসেছি । কারণ তখন ঘড়িতে সময় প্রায় রাত 2 টা বেজে 40 মিনিট ।

যখন স্যার কে জিজ্ঞেস করা হয়েছিল যে , তুমি কেন কমান্ডাে হতে চাও ? এর উত্তরে স্যার যা বলেছিলেন … উহু সেটা তাে বলা যাবেনা । সেটা সিক্রেট … ভেরি ভেরি সিক্রেট ! বড় বড় লক্ষ্যগুলােকে কিভাবে ছােট ছােট লক্ষ্যে ভাগ করে সেই লক্ষ্য পূরণ করতে হয় তার একটা জমজমাট শিক্ষা পেয়ে যাবেন । বইটি পড়ার একপর্যায়ে মুক্তিযুদ্ধ চলাকালীন পােস্তগােলার এক অজানা অধ্যায়ের সাথে আপনি পরিচিত হবেন । (Pdf Books)

বৃষ্টি বিলাসী থেকে শুরু করে দরজায় লাথি মারানি এই বিষয়গুলাে আপনাকে বিমােহিত করবে । কমান্ডাে ট্রেনিং লাইফের কঠোর নিয়ম আবর্তের মাঝেও যে একটা ভয়ঙ্কর সুন্দর জীবন আছে সেটা একটু একটু করে উপলব্ধি করতে পারছি । এক আহত সৈনিক আর একজোড়া বুট এর গল্প আপনার সাহারা মরুভূমির মতাে হৃদয়কে নিশ্চিত মরুদ্যানে পরিণত করবে । আনন্দ – বেদনার বিরহ- মিলনে সংঘাত কিংবা খবরদার কমান্ডাে , থামবেন না এই শব্দগুলাের বিশেষ বিশেষণে মাঝে মাঝে কোথায় যে হারিয়ে যাই তা নিজেও জানিনা ।

এসএসজি নিয়ে এক অভূতপূর্ব তথ্য পাবেন যা হয়তাে অনেকের কাছে অজানা কিংবা অনেকে প্রথমবারের মতাে জানতে পারবেন । সেই সাথে অনেক জীবন্ত লিজেন্ডদের সাথে পরিচিত হবেন । কমান্ডাে ট্রেনিং এর কষ্টের যাপিত দিনগুলাে পড়ে হাজার কষ্টের অনুভূতির মাঝখানে আপনার ঠোঁটের কোণে এক হাস্যজ্জল ভাব ফুটে উঠবে । (Pdf Books)

” কামান্ডাে ” বই পড়ে একটা জিনিস নতুন করে জানতে পারলাম আর সেটা হল শুধু কমান্ডরাই না জোঁকেরাও প্যারেড করে ! ভারী অদ্ভুত তাে !! কমান্ডাে ট্রেনিং এর দিনলিপি কখনাে আপনাকে হাসাবে কখনােবা কাঁদাবে । তাই কন্ট্রোল ইউর ইমােশন এর জন্য প্রস্তুতি গ্রহণ করা শুরু করুন ।

বইটা পড়ার সময় কতবার যে দাঁতে দাঁত চেপে হেসেছি তার কোন ইয়াত্তা নেই । এই যেমন ফ্লাইং কিক আর এয়ারবাের্নের অসাধারণ কম্বিনেশন পড়ে বহু কষ্টে হাসি চেপে রেখেছি । আর একটা কথা । ” রিফাত ” নামের একজন বন্ধু আছে । তাঁর বিষয় পড়ার সময়ে ল্যাপ কাথার মধ্যে গিয়ে যতখুশি ততবার হাসবেন । কারণ ঐ হাসি মােটেই থামবার নয় । (Pdf Books)

দীর্ঘ ছয় মাস কষ্টকর ভয়ঙ্কর সুন্দর ট্রেনিং এর মাঝের ঘটনাগুলাে বেশ সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে । নিশি রাতে নিস্তব্ধ । নগরীতে বইটি হাতে নিয়ে যখন পড়া শুরু করতাম তখন মনে হতাে আমি এই বাস্তবধর্মী উপজীব্য এর মাঝে ঢুকে গেছি ।

একটা সময় কষ্টকর মুহূর্ত গুলাে যখন সামনে চলে আসলাে তখন সেই মুহূর্তগুলাে আর কণ্ঠনালী থেকে বাইরে বের হচ্ছিল না । এতটা যাতনা এতটা যন্ত্রণা আর কষ্টকর যাত্রা , অনেক সময় আমার কণ্ঠনালী স্তব্ধ হয়ে গিয়েছিল এই ভয়ঙ্কর সুন্দর যাত্রার পদচারণায় । সত্যি কথা বলতে কি এক প্রকার লােভে পড়েই বইটা কিনেছি । স্যার যখন তাঁর এক ভিডিও বার্তায় বলেছিলেন যে , বইতে এমন কিছু ছবি থাকবে যে গুলাে গুগলে বা ইন্টারনেটে পাওয়া যাবে না । (Pdf Books)

তখন আমাকে আর পায় কে । মূলত সেই দুর্লভ অদেখা ছবিগুলাের একটুখানি ছুঁয়ে দেখার অনুভূতি পেতেই মূলত বইটি কেনা । বইটা যখন রকমারিতে অর্ডার করি তখন আমার মনের মধ্যে এক অদ্ভুত অনুভূতি কাজ করেছিল । বাংলাদেশের প্যারা – কমান্ডাে নিয়ে লেখা প্রথম বই বলে কথা । যখন বইটি পাওয়ার দিনগুলাে একটু একটু করে ঘনিয়ে আসছিল তখন আমার মাথায় অনুভূতিগুলাে ঘুরপাক খাচ্ছিল ।

অনুভূতিটা এমন , আমি সেই সব প্রথম সারির লােকজনদের একজন যারা বাংলাদেশের আর্মি প্যারা কমান্ডাে দূর নিয়ে লেখা সর্বপ্রথম বইটা হাতের মুঠোয় নিয়ে পড়তে পারবে , স্যারের অটোগ্রাফ আর স্পেশাল গিফট ছুঁয়ে দেখতে পারবে । ভেবেছিলাম বইটা ধীরেসুস্থে পড়ে রিভিউ দেব । তবে কিছুদিন পর স্যারের একটা অ্যানাউন্সমেন্ট অতঃপর অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য তােড়জোড় শুরু করে দিলাম ।

বইটি ১২ জানুয়ারি রাত আনুমানিক প্রায় 1 টা 35 মিনিটে পড়া শুরু করি । শেষ করি আজ রাতে ঠিক নয়টা বেজে তিরিশ মিনিটের সময় । বইটি পড়ার সময় কমান্ডাে ট্রেনিং এর একটা টেকনিক ব্যবহার করেছিলাম । মানে টার্গেট কে ছােট ছােট করে ভাগ করে নিয়েছিলাম । ছােটবেলা যখন গ্রামের বাড়িতে বেড়াতে যেতাম তখন পথিমধ্যে বরিশাল ক্যাডেট কলেজ দেখতে পেতাম । (Pdf Books)

তখন হা করে শুরু থেকে শেষ পর্যন্ত দৃষ্টি সীমা শেষ না হওয়া পর্যন্ত একদৃষ্টিতে তাকিয়ে থাকতাম । পরে মনে মনে একটা সময় কল্পনা করতাম একদিন আমিও সেখানে পড়বাে । কিন্তু ভাগ্য অন্যদিকে মােড় নিল । আমি ” হেল কমান্ডাে ” বইটি এখনও পড়িনি কিন্তু রাজীব স্যারের লেখা ” কমাল্ডাে ” করি ঠিকই পড়ে ফেলেছি । এটা আমার জীবনে একটা অন্যরকম আনন্দময় সুখ স্মৃতি হয়ে থাকবে ।

আমার আপনার মত সাধারন মানুষ হয়তাে আপন ছায়া দেখেই ভয় দু’কদম পিছিয়ে যাই । কিন্তু কমান্ডারা প্রতিমুহূর্তে মৃত্যুকে হাতছানি দিয়ে আসে । তাঁদের জীবনে ভয় ডর বলে কিছুই থাকেনা । তাঁরা পরিণত হয় রক্তমাংসের যন্ত্র মানবে । আমি বিশ্বাস করি ‘ হেল কমান্ডাে ‘ যেমন কয়েক প্রজন্মকে কমান্ডাে হতে উদ্বুদ্ধ করেছে ঠিক তেমনি স্যারের ” কমান্ডাে ” বইটি প্রজম্মের পর প্রজন্ম কে কামান্ডাে হতে উদ্বুদ্ধ করে যাবে ।(Pdf Books)

Download

যেভাবে বইটির পিডিএফ ডাউনলোড করবেন-দেখুন