কমান্ডো pdf books by রাজীব হোসেন এর বই পিডিএফ commando

Rate this post

রাজীব হোসেন এর বই কমান্ডো pdf books free download.

কমান্ডো(Commondo) বইয়ের বিবরনঃ(Pdf Books)

বইঃ কমান্ডো(Commando)

লেখকঃ রাজীব হোসেন

প্রকাশনীঃ নালন্দা

ফরম্যাটঃ পিডিএফ ফাইল(Pdf)

কমান্ডো রাজিব হোসেন pdf | Commando Razib hosan pdf books | রাজিব হোসেন এর বই পিডিএফ

Commando pdf books

কমান্ডো বুকস পিডিএফ রিভিউঃ(Pdf books)

এ.পি.জে. আবদুল কালামের এক বিখ্যাত উক্তির কথা মনে আছে নিশ্চয়ই … ” স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত স্বপ্ন দেখে যাও । স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখাে , স্বপ্ন হলাে সেটাই যা তােমাকে ঘুমােতে দেয় না । ” ” কমান্ডাে ” বইয়ের লেখক ” রাজীব হােসেন ” স্যারের সাথে ঠিক এমনটাই হয়েছিল ।

রাশিয়ার কার্গো বিমান আন্তানভ -৩২ থেকে ঝাঁপ দেয়ার স্বপ্ন নিশ্চয়ই তাঁকে রাতের পর রাত নিঘুম থাকতে আর সেই নিষ্ঠুম রাতের স্বপ্ন পূরণের সারথী হতে উৎসাহিত করেছিল । কাপ্তাইয়ের জলে হংস শাবক সাঁতার কিংবা শাশুড়ি সংক্রান্ত ঘটনা পাঠে দাঁতে দাঁত চেপে হেসেছি । কারণ তখন ঘড়িতে সময় প্রায় রাত 2 টা বেজে 40 মিনিট ।

যখন স্যার কে জিজ্ঞেস করা হয়েছিল যে , তুমি কেন কমান্ডাে হতে চাও ? এর উত্তরে স্যার যা বলেছিলেন … উহু সেটা তাে বলা যাবেনা । সেটা সিক্রেট … ভেরি ভেরি সিক্রেট ! বড় বড় লক্ষ্যগুলােকে কিভাবে ছােট ছােট লক্ষ্যে ভাগ করে সেই লক্ষ্য পূরণ করতে হয় তার একটা জমজমাট শিক্ষা পেয়ে যাবেন । বইটি পড়ার একপর্যায়ে মুক্তিযুদ্ধ চলাকালীন পােস্তগােলার এক অজানা অধ্যায়ের সাথে আপনি পরিচিত হবেন । (Pdf Books)

বৃষ্টি বিলাসী থেকে শুরু করে দরজায় লাথি মারানি এই বিষয়গুলাে আপনাকে বিমােহিত করবে । কমান্ডাে ট্রেনিং লাইফের কঠোর নিয়ম আবর্তের মাঝেও যে একটা ভয়ঙ্কর সুন্দর জীবন আছে সেটা একটু একটু করে উপলব্ধি করতে পারছি । এক আহত সৈনিক আর একজোড়া বুট এর গল্প আপনার সাহারা মরুভূমির মতাে হৃদয়কে নিশ্চিত মরুদ্যানে পরিণত করবে । আনন্দ – বেদনার বিরহ- মিলনে সংঘাত কিংবা খবরদার কমান্ডাে , থামবেন না এই শব্দগুলাের বিশেষ বিশেষণে মাঝে মাঝে কোথায় যে হারিয়ে যাই তা নিজেও জানিনা ।

এসএসজি নিয়ে এক অভূতপূর্ব তথ্য পাবেন যা হয়তাে অনেকের কাছে অজানা কিংবা অনেকে প্রথমবারের মতাে জানতে পারবেন । সেই সাথে অনেক জীবন্ত লিজেন্ডদের সাথে পরিচিত হবেন । কমান্ডাে ট্রেনিং এর কষ্টের যাপিত দিনগুলাে পড়ে হাজার কষ্টের অনুভূতির মাঝখানে আপনার ঠোঁটের কোণে এক হাস্যজ্জল ভাব ফুটে উঠবে । (Pdf Books)

” কামান্ডাে ” বই পড়ে একটা জিনিস নতুন করে জানতে পারলাম আর সেটা হল শুধু কমান্ডরাই না জোঁকেরাও প্যারেড করে ! ভারী অদ্ভুত তাে !! কমান্ডাে ট্রেনিং এর দিনলিপি কখনাে আপনাকে হাসাবে কখনােবা কাঁদাবে । তাই কন্ট্রোল ইউর ইমােশন এর জন্য প্রস্তুতি গ্রহণ করা শুরু করুন ।

বইটা পড়ার সময় কতবার যে দাঁতে দাঁত চেপে হেসেছি তার কোন ইয়াত্তা নেই । এই যেমন ফ্লাইং কিক আর এয়ারবাের্নের অসাধারণ কম্বিনেশন পড়ে বহু কষ্টে হাসি চেপে রেখেছি । আর একটা কথা । ” রিফাত ” নামের একজন বন্ধু আছে । তাঁর বিষয় পড়ার সময়ে ল্যাপ কাথার মধ্যে গিয়ে যতখুশি ততবার হাসবেন । কারণ ঐ হাসি মােটেই থামবার নয় । (Pdf Books)

দীর্ঘ ছয় মাস কষ্টকর ভয়ঙ্কর সুন্দর ট্রেনিং এর মাঝের ঘটনাগুলাে বেশ সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে । নিশি রাতে নিস্তব্ধ । নগরীতে বইটি হাতে নিয়ে যখন পড়া শুরু করতাম তখন মনে হতাে আমি এই বাস্তবধর্মী উপজীব্য এর মাঝে ঢুকে গেছি ।

একটা সময় কষ্টকর মুহূর্ত গুলাে যখন সামনে চলে আসলাে তখন সেই মুহূর্তগুলাে আর কণ্ঠনালী থেকে বাইরে বের হচ্ছিল না । এতটা যাতনা এতটা যন্ত্রণা আর কষ্টকর যাত্রা , অনেক সময় আমার কণ্ঠনালী স্তব্ধ হয়ে গিয়েছিল এই ভয়ঙ্কর সুন্দর যাত্রার পদচারণায় । সত্যি কথা বলতে কি এক প্রকার লােভে পড়েই বইটা কিনেছি । স্যার যখন তাঁর এক ভিডিও বার্তায় বলেছিলেন যে , বইতে এমন কিছু ছবি থাকবে যে গুলাে গুগলে বা ইন্টারনেটে পাওয়া যাবে না । (Pdf Books)

তখন আমাকে আর পায় কে । মূলত সেই দুর্লভ অদেখা ছবিগুলাের একটুখানি ছুঁয়ে দেখার অনুভূতি পেতেই মূলত বইটি কেনা । বইটা যখন রকমারিতে অর্ডার করি তখন আমার মনের মধ্যে এক অদ্ভুত অনুভূতি কাজ করেছিল । বাংলাদেশের প্যারা – কমান্ডাে নিয়ে লেখা প্রথম বই বলে কথা । যখন বইটি পাওয়ার দিনগুলাে একটু একটু করে ঘনিয়ে আসছিল তখন আমার মাথায় অনুভূতিগুলাে ঘুরপাক খাচ্ছিল ।

অনুভূতিটা এমন , আমি সেই সব প্রথম সারির লােকজনদের একজন যারা বাংলাদেশের আর্মি প্যারা কমান্ডাে দূর নিয়ে লেখা সর্বপ্রথম বইটা হাতের মুঠোয় নিয়ে পড়তে পারবে , স্যারের অটোগ্রাফ আর স্পেশাল গিফট ছুঁয়ে দেখতে পারবে । ভেবেছিলাম বইটা ধীরেসুস্থে পড়ে রিভিউ দেব । তবে কিছুদিন পর স্যারের একটা অ্যানাউন্সমেন্ট অতঃপর অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য তােড়জোড় শুরু করে দিলাম ।

বইটি ১২ জানুয়ারি রাত আনুমানিক প্রায় 1 টা 35 মিনিটে পড়া শুরু করি । শেষ করি আজ রাতে ঠিক নয়টা বেজে তিরিশ মিনিটের সময় । বইটি পড়ার সময় কমান্ডাে ট্রেনিং এর একটা টেকনিক ব্যবহার করেছিলাম । মানে টার্গেট কে ছােট ছােট করে ভাগ করে নিয়েছিলাম । ছােটবেলা যখন গ্রামের বাড়িতে বেড়াতে যেতাম তখন পথিমধ্যে বরিশাল ক্যাডেট কলেজ দেখতে পেতাম । (Pdf Books)

তখন হা করে শুরু থেকে শেষ পর্যন্ত দৃষ্টি সীমা শেষ না হওয়া পর্যন্ত একদৃষ্টিতে তাকিয়ে থাকতাম । পরে মনে মনে একটা সময় কল্পনা করতাম একদিন আমিও সেখানে পড়বাে । কিন্তু ভাগ্য অন্যদিকে মােড় নিল । আমি ” হেল কমান্ডাে ” বইটি এখনও পড়িনি কিন্তু রাজীব স্যারের লেখা ” কমাল্ডাে ” করি ঠিকই পড়ে ফেলেছি । এটা আমার জীবনে একটা অন্যরকম আনন্দময় সুখ স্মৃতি হয়ে থাকবে ।

আমার আপনার মত সাধারন মানুষ হয়তাে আপন ছায়া দেখেই ভয় দু’কদম পিছিয়ে যাই । কিন্তু কমান্ডারা প্রতিমুহূর্তে মৃত্যুকে হাতছানি দিয়ে আসে । তাঁদের জীবনে ভয় ডর বলে কিছুই থাকেনা । তাঁরা পরিণত হয় রক্তমাংসের যন্ত্র মানবে । আমি বিশ্বাস করি ‘ হেল কমান্ডাে ‘ যেমন কয়েক প্রজন্মকে কমান্ডাে হতে উদ্বুদ্ধ করেছে ঠিক তেমনি স্যারের ” কমান্ডাে ” বইটি প্রজম্মের পর প্রজন্ম কে কামান্ডাে হতে উদ্বুদ্ধ করে যাবে ।(Pdf Books)

Download

যেভাবে বইটির পিডিএফ ডাউনলোড করবেন-দেখুন