আজকে ২০২১-২০২২ সালের সেরা জামার ডিজাইন এর ছবি নিয়ে আসলাম ৷ তাই টিউনটুনির সাথেই থাকুন ৷
জামার ডিজাইন || Clothing design
সূচী শিল্প বাংলাদেশের মানুষের ঐতিহ্যের সাথে জড়িয়ে আছে । বাংলাদেশের সালোয়ার – কামিজের চাহিদা বিশ্ববাজারে সবসময়ই বেশি থাকে কারণ অন্য যে কোন দেশের তুলনায় আমাদের দেশের বুনন , অসাধারণ স্টাইল , কাজের ধরন আলাদা ও রুচিশীল ।
নানা নকশায় , রঙবেরঙের ডিজাইনের পাশাপাশি আরামদায়কও হয় । আর তাই বিশ্বের দরবারে আমাদের দেশের তৈরি পোশাকের চাহিদা অনেক । এই সাথে ঘরে বসে কাপড় সেলাই করতে জানলে সবসময় আপনি এগিয়ে থাকবেন একধাপ সামনের দিকে । কারণ আপনি চাইলে আপনার পছন্দের কাপড়টি মনের মতো করে সেলাই করে নিতে পারবেন ।
আর নিজের হাতে সেলাই করে পরিধান করা সত্যি সত্যি গর্বের বিষয় । আর এই গর্বের বিষয়টুকু বাস্তবে পরিণত করার অভিপ্রায়েই আমার এই বইয়ের সূত্রপাত । এখানে পেশাদারিত্বের সাথে সেলাই করার কাজটিকে গ্রহণ করার নানা সুযোগের কথা বলা হয়েছে । আপনারা যারা সেলাই – এর কাজটিকে পেশা হিসেবে গ্রহণ করতে চান তাদের জন্য দেয়া বিভিন্ন নির্দেশনা অনুসরণ করে সামনের দিকে এগিয়ে যেতে পারেন ।

নতুন জামার ডিজাইন 2021 | Jamar Design
মাপ দর্জি কাজের স্তর ৪ টিঃ
পোশাকের নির্ধারিত যে কয়টি মাপ আছে সেই মাপগুলি সঠিক ভাবে নিতে হবে । হিসাব হিসাব দুইটি । যেমন—
সিটের হিসাব এবং
সুত্রের হিসাব ,
এই হিসাব নির্ভূল হতে হবে । কাটিং ভাজযুক্ত কাপড়ের উপর পোশাকের চিত্রটি নির্ভুলভাবে অংকন করে কাটার আগে আরেকবার দেখে নেবেন তারপর কাটবেন ।
মনে রাখবেন পোশাকের বড় পাট গুলি আগে কাটার পরে ছোট গুলি কাটবেন ।
সেলাই : পোশাকের যে পাট যার সাথে জুড়াতে হবে ঠিক তার সাথে জুড়াবেন । আপনার যেভাবে সেলাই করতে সুবিধা মনে হয় সেভাবে সেলাই করবেন ।
সিটের হিসাবের ছক
১২ ইঞ্চি সমান ১ ফুট ।
৩ ফুট সমান ১ গজ ।
১৮ ইঞ্চি সমান ১ হাত ।
২ হাত সমান ১ গজ ।
যা যা থাকছে,,,
ছোট বাচ্চাদের জামার ডিজাইন | children clothes design
আপনারা অনেকেই আছেন যারা অনলাইনে খুজে থাকেন ছোট বাচ্চাদের সুন্দর সুন্দর জামার ডিজাইন ৷ তাই আজকে আপনাদের কথা মাথায় রেখে এমন কিছু ছবি নিয়ে হাজির হয়েছি, যেগুলো দেখে আপনারা নিজে নিজে বাড়িতে বসে বাচ্চাদের পোষাকের সুন্দর ডিজাইন করতে পারেন ৷
তাই আপনারা নিচে দেখুন বাটনে ক্লিক করে বাচ্চাদের জামার ডিজাইনগুলো দেখুন ৷
বাচ্চাদের পোষাকের ডিজাইন-২০২১দেখুন
হাতের কাজের জামার ডিজাইন | amar hatar design
আমরা অনেকই হাতের কাজের জামা পছন্দ ৷ হাতের কাজ করা সুন্দর সুন্দর পোশাক কার না ভালো লাগে ৷ অনেকেই অনেক মহিলারা বাড়িতে বসে বসে হাতের কাজ করে অনেক সুন্দর সুন্দর জামা তৈরি করছে৷ তাই তাদের কাজ আরো সহজ করার জন্য আমি অনেক সুন্দর সুন্দর কিছু ছবি তাদের কাছে শেয়ার করলাম৷ তারা ছবিগুলো দেখে আরো সুন্দর সুন্দর জামার ডিজাইন করতে পারবে৷
তাই আপনারা নিচে দেখুন বাটনে ক্লিক করে মেয়েদের হাতের কাজের ডিজাইনগুলো দেখুন ৷
হাতের কাজের ডিজাইনদেখুন বা ডাউনলোড করুন
গোল জামার ডিজাইন | gol jamar design
বাংলাদেশের অধিকাংশ মেয়েই গোল জামা পছন্দ করে থাকে৷ আর মানুষের পছন্দের সীমা নেই৷ প্রতিদিনই নতুন নতুন আইটেমের নতুন নতুন জামা অনলাইনে খুঁজে থাকে৷ আজকে আমি এমন কিছু গোল জামার ছবি এর ছবি আপনাদের কাছে শেয়ার করবো যেগুলো দেখে আপনারা নিজেরাই বাড়িতে বসে জামা ডিজাইন শিখতে পারবেন৷
তাই আপনারা নিচে দেখুন বাটনে ক্লিক করে মেয়েদের গোল জামার ছবি গুলো দেখুন ৷
গোল ডিজাইনদেখুন বা ডাউনলোড করুন
মেয়েদের জামার হাতার ডিজাইন | girls shirt design
নিচের লিংকে ক্লিক করে সুন্দর সুন্দর হাতার ডিজাইন ছবিগুলো দেখুন৷ নিজেই নতুন আইটেমের জামার নকশা তৈরি করুন বাড়িতে বসে৷ এরকম নতুন নতুন দেখুন আমাদের সাথেই থাকুন৷
তাই আপনারা নিচে দেখুন বাটনে ক্লিক করে মেয়েদের হাতার ডিজাইনগুলো দেখুন ৷
হাতার ডিজাইনদেখুন বা ডাউনলোড করুন
জামার গলার ডিজাইন | jamar golar design
তাই আপনারা নিচে দেখুন বাটনে ক্লিক করে মেয়েদের জামার বুকের ডিজাইনগুলো দেখুন ৷
গলার ডিজাইনদেখুন বা ডাউনলোড করুন
কাপড় সেলাইয়ের পর্যায়ক্রমিক ধারা কাপড় সেলাইয়ের আগে জরুরি কিছু বিষয় সম্পর্কে জানতে হবে ।
ক . সঠিকভাবে মাপ নেওয়া ও
খ . মাপ মতো কাপড় কাটা ।
কাটার কাপড় জন্য মাপের হিসাব জানতে হবে । যেমন কাপড়ের লম্বা 3 চওড়া মাপার জন্য মিটার গজ , ফুট , ইঞ্চি ও গিরা ব্যবহার করা হয় । মাপ নেওয়ার সময় খেয়াল রাখতে হবে কান ন অংশের মাপ নিতে হবে । কাপড় সেলাই করার আগে প্রথমে যে পোশাক তৈরি করা হবে তার মাপ জানতে হবে । পরে সেই মাপ অনুযায়ী কাপড়ে কালার চক দিয়ে দাগ দিতে হবে ।খেয়াল রাখতে হবে, কাপড় মেপে দাগ দেওয়ার সময় কিছু কাপড় বেশি রাখতে হয় । এটা লক্ষ রাখতে হবে ৷ যেনো সেটা সেলাই এর ভেতরে থাকে ।
কোন পোশাকের জন্য কতটুকু কাপড় বেশি কাটতে হবে তা নির্ভর করে পোশাকের ধরণের উপর । কাপড় মেপে দাগ দেওয়ার পর কাপড় কাটতে হবে । তারপর সেই মাপ অনুযায়ী কাপড় সেলাই করতে হবে । পোশাকের অনেক জায়গায় জোড়া দিতে হবে । আবার অনেক জায়গায় ভাঁজ করে সেলাই করতে হবে ।
সেলাই করা হলে সেলাই এর জায়গাগুলো ইস্ত্রি করে সমান করতে হবে । সেলাই শিক্ষা করতে হলে শিক্ষার্থীকে কিছু কিছু সাজ – সরঞ্জাম সংগ্রহ করে নিতে হবে । যেসব সরঞ্জাম দরকার হবে তার একটি তালিকা দেওয়া হলো । Also Link
আরও দেখুন
1. মেহেদি ডিজাইন | Read |
2. ভালোবাসার পিক | Read |
3. জামার ডিজাইন | Read |
4. বাসর ঘর সাজানোর ডিজাইন | Read |
5. ছেলেদের প্রোফাইল পিকচার ডাউনলোড | Read |
6. আংটির ডিজাইন | Read |
7. কামিজের জামার হাতার ডিজাইন | Read |
8. নুপুরের ডিজাইন | Read |
9. কানের দুলের ডিজাইন | Read |
10. খাটের ডিজাইন | Read |
11. ছেলেদের ইমোশনাল কষ্টের পিক | Read |
12. হিজাব পরা পিক | Read |
FAQ
1. কিভাবে জামার ডিজাইন করবো?
সুন্দর সুন্দর পদ্ধতিতে ঘরে বসে নতুন আইটেমে জামার ডিজাইন তৈরি করতে পারেন আজকের ছবিগুলো দেখে ৷
আপনারা যারা অলরেডি জামার কাটিং করতে পারেন এবং জামার মাপ নিতে পারেন, তারা বাচ্চাদের আরো সুন্দর আইটেম তৈরি করার জন্য ছবিগুলো ফলো করতে পারেন ৷
তার জন্য অনেকগুলো হাতের কাজের ডিজাইনের ছবি দেওয়া হয়েছে ৷ যেগুলো দেখে দেখে নিজেই বাড়িতে বসে হাতের কাজ করতে পারেন৷