muhammad zafar iqbal “biggner akso majar khela” book pdf download from tunetuni.
মুহম্মদ জাফর ইকবাল বই”বিজ্ঞানের একশ মজার খেলা” বিবরনঃ Pdf Download
বইঃ বিজ্ঞানের একশ মজার খেলা বই PDF
লেখকঃ মুহম্মদ জাফর ইকবাল বই PDF
প্রকাশনীঃ জ্ঞানকোষ প্রকাশনী এর বই pdf
ফরম্যাটঃ পিডিএফ ফাইল(Pdf)
ক্যাটাগরিঃ মুহম্মদ জাফর ইকবাল বই PDF, সায়েন্স ফিকশন
বিজ্ঞানের একশ মজার খেলা pdf download

মুহম্মদ জাফর ইকবাল বই pdf
বিজ্ঞানের একশ মজার খেলা বই রিভিউঃ Pdf Download
বইটি প্রথমত সাজেস্ট করবো স্কুল শিক্ষার্থীদের জন্যই, তার পিছনে যুক্তিসংগত কারণ রয়েছে । আমাদের স্কুলের শিক্ষার্থীদের বেশির ভাগেরই অভিযােগ যে তারা সাইন্স এক্সপেরিমেন্টের জন্য যথাযথ উপকরণ হাতে পায় না ।ফলে তারা বিজ্ঞানের প্রকৃত আনন্দ কী ! সেটা উপলব্ধি করতে পারে না।
কিন্তু এই বইয়ে জাফর ইকবাল স্যার যে এক্সপেরিমেন্টগুলাে অতি সহজ ও সুচারুভাবে তুলে ধরেছেন তা একজন ছােট বাচ্চা , যে বাংলা রিডিং পড়তে পারে সেও এই বইটি পড়ে বুঝতে পারবে ।শুধু তাই নয় এই বইয়ের এক্সপেরিমেন্টগুলাে করতে যে উপকরণগুলাে লাগে তা আমাদের হাতের কাছেই পাওয়া যায় ।
ফলে যে কেউ বুঝতে পারবেন যে বিজ্ঞানের বই পড়ার চেয়ে হাতে নাতে বিজ্ঞানের পরীক্ষাগুলাে করতে কতটা আনন্দ ।তবে বড়রা যে পড়তে পারবেন না তা কিন্তু নয় ।
বইটিতে বিজ্ঞানের মজার পরীক্ষার নিচে তা কেন এমন হয় সেটাও বলে দেওয়া আছে বলে সবাই এসব এক্সপেরিমেন্টের পাশাপাশি বিজ্ঞানকে মনেপ্রাণে অনুভব করতে পারবে বলে আমার দৃঢ় বিশ্বাস । আমরা যারা সাইন্স এক্সপেরিমেন্টের বই পড়াতে , তা হাতে নাতে করতে ভালােবাসি তাদের কেউ কেউ বলি যে আমরা এসব বইয়ে অধিকাংশই বুঝতে পারি নি ।কিন্তু এ বইটির ক্ষেত্রে আপনার তা বলার সুযােগ থাকবে না ।
বইটি পড়ার পর আপনি যে এক্সপেরিমেন্টগুলাে শিখতে পারবেন সেগুলাে যে আপনি শুধু বিজ্ঞানের মজা গ্রহণের জন্যই শিখবেন তা কিন্তু নয় , আপনি যেগুলাে এক্সপেরিমেন্ট শিখবেন সেগুলাের কিছু কিছু যে আপনার বাস্তব জীবনে কাজে লাগবে ।তাহলে আর দেরি না করে বইটি থেকে গ্রহণ করতে পারেন বিজ্ঞানের প্রকৃত আনন্দের মৃদু স্পর্শ ।
তাছাড়াও ডাউনলোড করুন,