BCS Preliminary Analysis Pdf Download

Rate this post

bcs preliminary analysis book by Gazi Mizanur Rahman pdf download from Tunetuni.

বিসিএস প্রিলিমিনারী অ্যানালাইসিস pdf download

বইঃ বিসিএস প্রিলিমিনারী অ্যানালাইসিস বই pdf

লেখকঃ গাজী মিজানুর রহমান বই pdf

প্রকাশনীঃ অথেন্টিক পাবলিকেশন্স বই pdf

bcs preliminary analysis pdf download

BCS preliminary analysis pdf download

” বই জ্ঞানের প্রতীক , বই আনন্দের প্রতীক ” বলেছিলেন পল্লী কবি জসীমউদ্দীন । আমাদের জন্য অনুপ্রেরণা ও অসময়ের স্বপ্নকে বাস্তবে পরিণত করতে উপহারস্বরূপ তৈরীকৃত শ্রদ্ধেয় গাজী মিজানুর রহমান স্যারের ” BCS Preliminary Analysis ” বইটি হাতে পেয়ে পল্লীকবির সাথে একাত্মতা প্রকাশ না করে উপায় নেই । স্যারের আন্তরিকতা ও জ্ঞানের আলোয় আলোকিত এই বইটি আমাদের জন্য নিঃসন্দেহে আনন্দের !

হাতে নিয়ে উপরওয়ালার নাম স্মরণ করে পৃষ্ঠা উল্টানো শুরু করলে আপনি সত্যিই হতাশ হবেন না , সূচিপত্র থেকে সিলেবাস তারপর সাজেশন যখন আপনি একের পর এক মনোযোগ দিয়ে হৃদয়ে ধারণ করবেন , বিসিএস বিষয়টি যতটা তিতা লাগতো তারচে একটু সহজ মনে হতে বাধ্য ! আমার মত যাদের ভয় আছে তাদের তিতা তো লাগবেই । তিতা কমিয়ে দেয়ার জন্য স্যারকে ধন্যবাদ ।

গাজী মিজানুর রহমান বই pdf download

ইংরেজি সাহিত্যের ছাত্রী বলে নয় , ইংরেজি সাহিত্যের যুগশ্রেষ্ঠ ও বিভিন্ন সময়ের লেখকের নাম মনে রাখার কৌশলটা আমার খুব ভালো লেগেছে , সহজে রপ্ত হবে যে কারও । তাছাড়া আছে গ্রামারের রুলস গুলো আরো সহজে কিভাবে মননে গেঁথে নেয়া যাই সেই সুন্দর উপায় ! আবারো ধন্যবাদ । তার আগে আপনি পাবেন , পড়ার কৌশল ও রুটিন । এটা বেশি ইউনিক লেগেছে । এসময়ে একটা রুটিন সময়ের দাবি ছিলো অন্তত আমার ! আর সেটা যদি বইয়ের সাথে পাওয়া যায় তবে তো আরও ভালো ।

BCS Book Pdf

স্যারকে ধন্যবাদ । স্রোেত ও নৌকা বিষয়ক গণিতের পেইনফুল চ্যাপ্টারটাতে যখন আপনি নিজের জীবনের সাথে মিলিয়ে অংক কষার একটা নিয়ম পাবেন তখন ঠোঁটের কোনে মুচকি হাসি টা অজান্তেই আসবে । আরেক দফা ধন্যবাদ স্যারের সমীপে জ্ঞাপন করলাম । বাকী অংশে স্যার ঠিক কী কী ম্যাজিক করে রেখেছেন সেটা পুরোটা দেখা হয় …. তবে মগজে ভেদ করেছে স্যারের দৈববাণীর মত সুন্দর কথাটি … ” কম পড়বেন কিন্তু Important বিষয়গুলো গুছিয়ে পড়বেন ” আর কী চাই !! পরিশেষে দোয়া কামনা করছি স্যারের ও সবার , এরকম দিকনির্দেশনা মূলক বই আরও পাবো সেই আশা রাখছি এবং স্যারের প্রতি একরাশ শুভকামনা জানাচ্ছি । Also

Download Now BCS Preliminary Analysis pdf book

বিসিএস প্রিলিমিনারী অ্যানালাইসিস pdfDownload Now