Bangla suddho osuddho banan book pdf download from tunetuni.
শুদ্ধ বানান বই pdf download || Bangla Suddho Banan Book Pdf

সময় বদলের সঙ্গে সঙ্গে ভাষারও বিবর্তন ঘটে । ভাষা থেকে শুধু বহু শব্দ ঝরেই পড়ে না অনেক নতুন শব্দ যুক্তও হয় ; ভাষাকে করে সমৃদ্ধ । কখনও কখনও শব্দের পুরনাে অর্থও পাল্টে যায় । শুধু তাই নয় , বানানও পাল্টায় । ভাষাকে সুশৃঙ্খল করার জন্য ব্যাকরণ অপরিহার্য । হলেও বাস্তবে দেখা যায় ব্যাকরণের নিয়মকে অগ্রাহ্য করেই বহু শব্দ তৈরি হচ্ছে , সেগুলাে নির্দ্বিধায় ব্যবহৃতও এটি ভাষা ।
গতিশীলতাই প্রমাণ করে । বহু ভাঙ্গাগড়ার পর বাংলা বানানের একটি প্রমিত রূপ তৈরি হয়েছে । এই রূপটির সঙ্গে আমাদের অনেকের পরিচয় নেই । এই বইয়ে বাংলা বানানের সাধারণ নিয়মগুলাে তুলে ধরা হয়েছে । এছাড়াও শব্দের আধুনিক বানান , শব্দের ব্যবহার , বাক্যগঠন , যতিচিহ্নসহ প্রয়ােজনীয় কিছু বিষয় সংক্ষেপে বলা হয়েছে । শুদ্ধ ও ভালাে বাংলা লেখার ব্যাপারে বইটি হতে পারে আপনার বিশ্বস্ত সঙ্গী ।
বাংলা বানান pdf download || বাংলা শুদ্ধ বানান pdf
কথায় আছে , বলা সহজ লেখা কঠিন । ব্যাপারটা কিন্তু সত্যিই তাই । শুদ্ধ ও ভালাে বাংলা লেখা খুব সহজ নয় । ব্যাকরণ না জেনেও আমরা স্বচ্ছন্দে বাংলা বলতে পারি , কিন্তু লেখার সময় আমাদের কিছু নিয়ম মানতেই হয় । এ জন্য ব্যাকরণের কিছু জ্ঞান জরুরি । ব্যাকরণের নাম শুনেই ভীত হওয়ার কারণ নেই , এটি ব্যাকরণের বই নয় ; তবে এতে ব্যাকরণের কিছু নিয়মকানুন রয়েছে । আমরা লিখতে চাই শুদ্ধ ও সাবলীল বাংলা ।
এ জন্য লিখতে হবে ছােট ছােট ও জটিলতামুক্ত বাক্য । এতে পড়তে ও বুঝতে সুবিধা হয় । বাক্যে কর্তৃবাচ্যকে প্রাধান্য দিন । খুব প্রয়ােজন না হলে কর্মবাচ্য বা ভাববাচ্যে বাক্য লিখবেন না । বাক্যগুলাের মধ্যে যাতে পূর্বাপর সঙ্গতি থাকে সেদিকেও লক্ষ্য রাখুন । শব্দ চয়ন ও ব্যবহারের ক্ষেত্রে সতর্ক হােন । কারণ মনের ভাব প্রকাশের জন্য যথাযথ শব্দটির ব্যবহার জরুরি । সঠিক শব্দটি ব্যবহার করতে না পারলে বাক্যটি হয়ে উঠতে পারে দুর্বোধ্য ।
শুদ্ধ অশুদ্ধ বানান pdf download || শুদ্ধ বানান বই pdf
লেখার ভেতরে অন্তর্নিহিত এক ধরনের ছন্দ ও সৌন্দর্য থাকে , সেদিকে খেয়াল রাখুন । কানে বেসুরাে ঠেকে এমন শব্দ বাক্যে ব্যবহার করবেন না । মনের ভাবটিকে পূর্ণভাবে প্রকাশের জন্য উপযুক্ত যতি বা বিরাম চিহ্ন ব্যবহার করুন ; রক্ষা করুন সর্বনামের সঙ্গে ক্রিয়াপদের সঙ্গতি । বর্জন করুন গুরুচণ্ডালী দোষ ।
বাক্য জটিল ও দীর্ঘ হলে পাঠক মনােযােগ হারিয়ে ফেলেন এবং অর্থ বুঝতেও অনেক সময় সুবিধা হয় । মন নিবিষ্ট করতে পারেন না বলেই তিনি আর লেখাটি পড়ার উৎসাহ বােধ করেন না । আর পাঠক না পড়া মানেই আপনার লেখাটি মাঠে মারা যাওয়া । সে জন্যই এ ধরনের বাক্য একদম লেখা যাবে না । এর বদলে ছােট বাক্যের মধ্যেই স্বচ্ছভাবে ফুটিয়ে তুলতে হবে নিজের মনােভাব ও বক্তব্য । এর পরও জটিল বা দীর্ঘ কিছু বাক্য আমাদের লিখতেই হয় । তখন সতর্ক থাকতে হবে , যাতে বাক্যে পূর্বাপর সঙ্গতি থাকে ।
জটিল ও দীর্ঘ বাক্যের একটি উদাহরণ দিচ্ছি — উত্তরাধিকার একদিকে যেমন সমাজশক্তির অন্যতম উৎস তেমনই অন্যদিকে দুর্বহ ভারও যার চাপে সমাজদেহ কুজও হতে পারে , বিশেষত ভারতবর্ষের মতাে দেশে , যে – দেশের ইতিহাস নিরবচ্ছিন্নভাবে সাড়ে চার হাজার বছর জুড়ে ব্যাপ্ত । ‘ বাক্যটি শুধু জটিল নয় , কিছুটা অস্বচ্ছও । এই বাক্যে — ভারও ‘ ও ‘ যার ‘ শব্দ দুটির মাঝখানে কমা না দেওয়ায় তা অনেকটা দুর্বোধ্য হয়ে পড়েছে ।
কাজেই জটিল বাক্য না লিখে ছােট – ছােট বাক্য গঠনের ওপরই জোর দেয়া উচিত । আর এ ক্ষেত্রে কর্তৃবাচ্যকে প্রাধান্য দেওয়া প্রয়ােজন । কর্মবাচ্য দিয়েও বাক্য গঠন করা যায় , এতে দোষের কিছু নেই । কিন্তু কর্তৃবাচ্যে যদি লিখি তবে বিষয়টি আমরা আরও সরাসরি ব্যক্ত করতে পারি ।
All Bangla Academy Bookলিংকে ক্লিক করে বইটি ডাউনলোড করুন
Download Now Bangla Suddho Banan Book Pdf
1. শুদ্ধ অশুদ্ধ বানান বই pdf

Downloadলিংকে ক্লিক করে বইটি ডাউনলোড করুন