আরশিনগর সাদাত হোসাইন pdf book || arshinagar sadat hossain

Rate this post

সাদাত হোসাইন এর বই আরশিনগর pdf book free download.

আরশিনগর বই এর বিবরনঃ(Pdf book)

Book Name: Arshinagar by Sadat Hossain – PDF book Download
বাংলা উপন্যাস : আরশিনগর – সাদাত হোসাইন
Book Category : Bangla Novel
Book Writer: Sadat Hossain
Book Format: Portable Document Format – PDF File
Book Language: Bengali
Book info: 199 Pages and 25 Megabytes
Book Courtesy: সাদাত হোসাইন

আরশিনগর পিডিএফ ডাউনলোড || সাদাত হোসাইন pdf books || নির্বাসন pdf download || মানবজনম pdf download || মেঘের দিন pdf || অন্ধরমহল pdf

arshinagar sadat hossain pdf download || Sadat hossain free pdf download || pdf ebooks download || pdf file download || pdf books download || nirbason pdf || meger din pdf || manobjonom pdf|| andormohol pdf

আরশিনগর উপন্যাসের একাংশঃ দীর্ঘসময়জুড়ে যে ভয়ঙ্কর নেশায় বুদ হয়ে ছিলাম , তার নাম ‘ কেরছা ‘ । কেরছা মানে , কেচ্ছা , কিস্সা বা গল্প । সেই কেরছা শােনার তেষ্টা এতটাই প্রবল এবং ভয়ানক ছিল যে শেষ অবধি বড়রা কেউই আর রাতে আমাকে সঙ্গে ঘুমাতে নিতে চাইতেন না । রাত জেগে ঘুম নষ্ট করে এই ‘ কেরছা ’ শােনানাের হ্যাপা কে সামলাবে ! অনেকেই নানান ফন্দি – ফিকির করে পালাতে চাইতেন ।

তবে সবচেয়ে বড় ফন্দিটা করতেন আমার মামা । তিনি তার কেচ্ছা শুরু করতেন বাঘ আর খরগােশের কাহিনী দিয়ে । সেই কাহিনীতে বাঘের ভয়ে খরগােশ গর্তে লুকিয়েছে । গর্ত থেকে খরগােশ আর বের হচ্ছে না । মামাও আর গল্প বলছেন না । তারপর কী হলাে ’ জিজ্ঞেস করলেই মামা হাসিমুখে জবাব দেন , কী করে বলব ! খরগােশ তাে এখনও গর্ত থেকেই বের হয়নি ।

গর্ত থেকে না বের হলে কীভাবে বলব ! ‘ বলাই বাহুল্য , গল্পের সেই খরগােশ কদাচিৎ বের হতাে ! এমন নানান ‘ কেরছাভঙ্গে শুরু হলাে নিজেরই কেরছা বলার বয়স । অদ্ভুত ব্যাপার হলাে , বাচ্চাকাচ্চাদের ঘণ্টার পর ঘণ্টা কেরছা শুনিয়ে বসিয়ে রাখতে পারতাম । এবং সেইসব কেরছার বেশিরভাগই তাৎক্ষণিক মুখে মুখে বানানাে । (Pdf Book)

তারাও চোখ বড় বড় করে মুগ্ধ হয়ে শুনত । একসময় আবিষ্কার করলাম , এই কেরছাগুলাে যে আমার নিজের বানানাে তা আমি ভুলে যাচ্ছি । অনেক দিন পর হঠাৎ হঠাৎ মনে হতাে , “ এই কেরছাটা কই যেন পড়েছি ! কোন বইতে ! ‘ কিংবা মনে হতাে , এই ঘটনাগুলাে আমি কোথাও শুনেছি বা দেখেছি ! এগুলাে আমার বানানাে না ।

এগুলাে সত্যি ! কী অদ্ভুত ব্যাপার , সত্যি এবং মিথ্যে ( কল্পনা ) গুলাে কী বিস্ময়করভাবেই না এক হয়ে যেত ! আসলে ঘটনা কী ? আসলে ঘটনা কিছুই না । ঘটনা হচ্ছে প্রতিটি মানুষের মনের ভেতর অজস্র জগৎ থাকে , সেই প্রতিটি জগতের নিয়ন্তা সে নিজে । সেখানে তার অবাধ স্বাধীনতা ,অপার অনুভূতি,অসীম শক্তি । ‘ আরশিনগর ’ আমার বুকের ভেতরের তেমনি একটি জগতের ‘ কেরছা ।

যেই জগতের নিয়ন্তা আমি নিজে ! অপার ক্ষমতা শুধুই আমার ! কিন্তু আসলেই কি তাই !! এই পর্যন্ত এসে মনে হলাে , আসলেই কি তাই ? আসলেই কি একজন লেখক হয়ে উঠতে পারেন তার গল্পের মহাপরাক্রমশালী নিয়ন্ত্রক ! আসলেই কি তার সৃষ্ট চরিত্রগুলােকে , গল্পগুলােকে ইচ্ছেমতাে নিয়ন্ত্রণ করার পরিপূর্ণ ক্ষমতা তার থাকে ? নাকি কখনও কখনও কিছু ঘটনা , কিছু চরিত্র হয়ে ওঠে স্বাধীন । অবাধ্য৷ নিয়ন্ত্রণহীন । (Pdf Book)

সদম্ভে করে চলে যায় লেখকের নিয়ন্ত্রণের বাইরে ! হয়ে ওঠে স্বাধীন এক সত্তা ? আমার কিন্তু তাই মনে হয় । ‘ আরশিনগর ‘ লেখকের নিয়ন্ত্রণ ভেঙে স্বাধীন হয়ে ওঠা চরিত্রের গল্প , জীবনের গল্প ।

নিলুফা বানু মারা গেল সন্ধ্যাবেলা । তার পাশে কাপড়ের পুঁটলির ভেতর শুয়ে ছিল আরশি । আরশির নাম অবশ্য তখনও রাখা হয়নি । সদ্যোজাত শিশু । নিলুফার শরীরের অবস্থা ভালাে ছিল না । গত দু’দিন থেকেই তার ব্যথা উঠেছে । কিন্তু সমস্যা জটিল । বাচ্চা আছে পেটের ভেতর উল্টো হয়ে ।

খােদেজা দাই অভিজ্ঞ ধাত্রী । দশ গ্রামে এক নামে সবাই তাকে চেনে । প্রসবের সময় সে থাকা মানে নিশ্চিন্ত । কিন্তু নিলুফার অবস্থা দেখে খােদেজা দাই আঁতকে উঠল । তার মুখ গেল শুকিয়ে । সে নিলুফার শাশুড়ি আম্বরি বেগম আর স্বামী মজিবর মিয়াকে ডাকল । তারপর কাঁপা গলায় বলল বিপদ , মহাবিপদ ।

ডাক্তার ডাকতে হবে । ডাক্তার ডাইকা আননা । মজিবর মিয়া কী করবে ? এই গাঁয়ের নাম যযাতিপুর । বর্ষাকালে এমনিতেই এর চারদিকে মাইলের পর মাইল জলে ডুবে থাকে । তার ওপর এ বছর বন্যার পানি বাড়ছে চারদিকে । সপ্তাহখানেক ধরে টানা বর্ষণ । কাছাকাছি ডাক্তার বলতে একমাত্র মালােপাড়ার শুকরঞ্জন ডাক্তার । (Pdf Book)

তাও হাঁটা পথে মাইল পাঁচেকের পথ । মজিবর মিয়া গরু দুটোকে নাইয়ে কেবল দাওয়ায় বসেছিল ভাত খাওয়ার জন্য । ভাত খাওয়া হলাে না । সে উঠে হাঁটা দিল । মালােপাড়া থেকে শুকরঞ্জন ডাক্তারকে নিয়ে পৌছাল গভীর রাতে । শুকরঞ্জন ডাক্তার গম্ভীর মুখে নিলুফাকে দেখলেন ।

নিলুফার সারা মুখ তখন নীলবর্ণ । ডাক্তার দীর্ঘ সময় শেষে ঘর থেকে বের হলেন । মজিবর মিয়াকে ডেকে আগুন চাইলেন । তারপর মুখে বিড়ি খুঁজে দিয়ে বললেন , যা হওয়ার হবে , মানুষের হাতে তাে আর সব ক্ষমতা নাই । তবে ভগবান চাইলে অসম্ভবও সম্ভব হয় । শেষ অবধি অসম্ভব সম্ভব হয়েছে ।

আড়াই দিন বাদে নিলুফা বানু কন্যা সন্তান জন্ম দিয়েছে এবং অসম্ভবকে সম্ভব করে দিয়ে তখনও তার শ্বাস বইছে । তবে সে শ্বাস খুব ক্ষীণ । গত দু’দিনে তার টানা পানি ভেঙেছে , রক্ত গিয়েছে । (Pdf Book)

ব্যথায় নীলবর্ণ নিলুফা বানুর মুখের রঙ এখন ফ্যাকাশে সাদা । তাকে কোথাও নেওয়ার উপায় নেই । আশপাশের কোথাও কোনাে হাসপাতাল নেই । এই তুমুল বন্যা – বাদলের দিনে মজিবর মিয়া কী করবে সে জানে না । more read from pdf….

আরশিনগর সাদাত হোসাইন pdf book
আরশিনগর সাদাত হোসাইন pdf

Google drive from Download-1

mediafire from Download-2

যেভাবে pdf download করবেন-দেখুন