aroj ali somipe by arif azad pdf book download from tunetuni. আরিফ আজাদের বই “আরজ আলী সমীপে” পিডিএফ ডাউনলোড৷
আরজ আলী সমীপে বইয়ের বিবরনঃ (Pdf book)
বইঃ-আরজ আলী সমীপে || aroj ali somipe pdf book
লেখকঃ-আরিফ আজাদ || Arif Azad Books
প্রকাশনীঃ-সমকালীন প্রকাশন
ফরম্যাটঃ-পিডিএফ(Pdf)
ক্যাটাগরিঃ-আরিফ আজাদ এর বই, ইসলামিক বই PDF
প্যারাডক্সিক্যাল সাজিদ || প্যারাডক্সিক্যাল সাজিদ-2 || বেলা ফুরাবার আগে || মা, মা, মা এবং বাবা || আরজ আলী সমীপে || গল্পগুলো অন্যরকম || প্রত্যাবর্তন

“আরজ আলী সমীপে” বইয়ের সূচিপত্রঃ (arif azad pdf book)
* ভূমিকার বিশ্লেষণ- ১৫
* আত্নাবিষয়ক- ৩৩
* ঈশ্বর সংক্রান্ত- ৪২
* পরকাল বিষয়ক- ৭৪
* ধর্ম সংক্রান্ত- ৮৫
* প্রকৃতি বিষয়ক- ১০৩
* বিবিধ- ১১৭
* শেষ কথা- ১৪৭
* লেখক পরিচিতি- ১৪৯
আরিফ আজাদ এর বইটি নিয়ে নিজস্ব মতামতঃ(Pdf Book)
সাম্প্রতিক সময়ে এটি অনেক আলােচিত বই , কোরআনের আলােকে বিজ্ঞানের বিবর্তনে যৌক্তিক ব্যখ্যা দিয়ে ইশ্বর আছেন তার উপযুক্ত প্রমাণ দিয়েছেন ।
ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে সন্দিহান যারা , তাদের সকল প্রকার সন্দেহ দূর করতে এই বইটি আশা করি অনেকটাই সহায়ক হবে ।
যারা সাধারণ মুসলিম , ইসলাম সম্পর্কে জ্ঞান কম তারা যদি নাস্তিকদের যুক্তি গুলাে পরে তাহলে খুব সহজে তাদের কথা বিশ্বাস করবে তাই সকল মুসলিম কেই নাস্তিকদের যুক্তি যে ভুল তা জানতে হবে এবং তার ডিটেলস ব্যাখ্যাও জানতে হবে , এই জন্য এই রিলেটেড সব বই সবার পড়া দরকার ।(Arif azad pdf book)
আরজ আলী সমীপে বইটি কেন পড়বেনঃ(Pdf Book)
বর্তমান সময়ে দেখা যায় বাংলাদেশে ‘ মুক্তবুদ্ধি চর্চা ‘ নামে ইসলামবিরােধী কথা প্রচারকারীদের সংখ্যা বেড়ে যাচ্ছিল । আসলে মূল কাজ যাই হােক না কেন নামের মােড়কে এবং বিজ্ঞান চর্চার মূলা দেখিয়েই এরা ইসলামের নামে আজেবাজে কথা ছাড়াচ্ছিল৷
কিছুদিন যাবার পর একেবারে দিনের আলাের মতই পরিস্কার হয়ে যায় যে তারা ইসলামের বিরুদ্ধে কথা বলাটাই মুক্তমনের চর্চা আর ইসলামের পক্ষে কথা বলাটাই মৌলবাদিতা ‘ এই কথাটাই আসলে প্রচার করে যাচ্ছিল । কিন্তু ইসলামিক সােসাইটিতে এদের রিফিউট করে কাজ তেমন হচ্ছিলই না বলা চলে ।
এমন পরিস্থিতিতে আরিফ আজাদ ভাই কলম ধরলেন । মনে রাখতে হবে আরিফ আজাদ ভাই ওরা যেমন ইসলাম বিরােধিতা করছিল ঠিক তেমন ভাবে জাস্ট ওদের বিরােধিতা করে লেখা শুরু করেননি । বরং ওদের মিথ্যাচারের জবাবে শুধু ইসলামের প্রকৃত অবস্থানটা তুলে ধরছিলেন । (Pdf book)
আপাতদৃষ্টিতে মনে হওয়ার কথা এটা আসলে ওই দলের ‘ মুক্তবুদ্ধি চর্চা’রই মুসলিম ভার্সন হওয়ায় ওরা হয়ত খুশি হয়ে থাকবে । কিন্তু এবার দেখা গেল ওদের আসল রূপ ।
সর্বশক্তি দিয়ে এবার এই বই গুলার বিরােধিতা করা শুরু করল । ‘ মুক্তবুদ্ধি চর্চা ‘ টার্ম টাই ছিল সকলেই মতক্স প্রকাশ করবে স্বাধীনভাবে । কিন্তু আস্তে আস্তে ওরা নিজেরাই নিজেদের অবস্থান থেকে উল্টাদিকে ঘুরে আরিফ আজাদ ভাইয়ের পিছে লাগা শুরু করল ।
এইখানের কিছু রিভিউ তেই দেখা যাচ্ছে ওদের চাপা ক্রন্দন । যারা ইসলাম নিয়ে সংশয়ে পড়েছেন বা ধর্মবিশ্বাস নিয়ে ওদের মিথ্যাচারের কবলে পড়েছেন তাদের সবাইকে বলব বইটি কিনুন । এখনই কিনুন ।