Arabic Grammar bangla pdf download- আরবি ব্যাকরণ pdf

Rate this post

Quranic Arabic Bangla pdf free download from Tunetuni.

Arabic Grammar bangla pdf download

ভাষা শেখার সবচেয়ে ভালো পদ্ধতি হলো প্রাকৃতিক পদ্ধতি তথা আল্লাহর শেখানো পদ্ধতি । শিশুরা ভাষা শেখে প্রাকৃতিক তথা আল্লাহর শেখানো পদ্ধতিতে । শিশুরা ভাষা শেখার সময় প্রথমে উচ্চারণ , ব্যাকরণ বা বাক্য শেখে না , শেখে শব্দ । তারপর শব্দগুলোকে মালা গেঁথে বাক্য শেখে ।

তাই , আল্লাহর কিতাব কুরআনের ভাষা শেখানোর সময় ভাষা শেখার ব্যাপারে আল্লাহর তৈরি প্রাকৃতিক নিয়ম অনুসরণ করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যাবে । সে পদ্ধতি হলো- শব্দ গঠন ( ছরফ ) -কে বাক্য গঠন ( নাহু ) -এর চেয়ে বেশি গুরুত্ব দেয়া ।

আরবীক গ্রামার বই pdf download

‘ আরবী ভাষা ও গ্রামার ’ এবং ‘ কুরআনিক আরবী ভাষা ও গ্রামার ’ – এর মধ্যে পার্থক্য হলো

১. আরবী ভাষা শুধু আরবদের জন্য । আর কুরআন পৃথিবীর সকল মানুষের জন্য । তাই মহান আল্লাহ কুরআনে অত্যন্ত সহজ আরবী ভাষা ও গ্রামার ব্যবহার করেছেন যেনো অনারব – আরব সকল মানুষ খুব সহজে তা আয়ত্ব , করতে পারে ।

২. গ্রামার শিখার জন্য উদাহরণ ভীষণ গুরুত্বপূর্ণ । যে ভাষা শেখানো হবে সে ভাষার উদাহরণ প্রয়োজন হয় । সকল মুসলিমের আরবী যে উদাহরণগুলো জানা আছে তা হলো- সালাতের আযান , ইকামাত , তাসবীহ , দোয়া ও সালাতে পড়া কুরআন ( বিশেষ করে কুরআনের শেষ কয়েকটি সূরার আয়াত ) । তাই , এ সকল উদাহরণ ব্যবহার করে মুসলিমদের কুরআনিক আরবী গ্রামার শেখানো অপেক্ষাকৃত সহজ ।

আরবি ব্যাকরণ বই pdf download

৩. অনারব মুসলিমদের জন্য কুরআনিক আরবীর ভাষা অর্থ বুঝা অপেক্ষাকৃত সহজ । কারণ

ক . সকল অনারব মুসলিমদের নিজ ভাষায় কুরআনের অনেক শব্দ আত্মস্থ হয়ে আছে এবং তারা তা জানে । যেমন- আল্লাহ , কুরআন , নবী , রাসূল , মুহাম্মাদ , মূসা , , সিয়াম , হজ্জ , সাওয়াব , হায়াত , মউত , তাকওয়া , মুত্তাকী , হারাম , হালাল , তাওবা ইত্যাদি । মুসলিমগণ কুরআন পড়ার সময় শব্দগুলোর অর্থ বুঝতে পারে ।

খ . একটি আয়াতের অধিকাংশ শব্দের অর্থ জানা থাকলে পুরো আয়াতখানির বক্তব্য বুঝা যায় । মুসলিমরা কুরআনের বিষয়বস্তুর সঙ্গে পরিচিত ।

তাই , একটি আয়াতে থাকা অধিকাংশ শব্দের অর্থ জানা থাকলে বাকি শব্দের অর্থ কী হবে তা তারা ধারণা করতে পারে । বিষয়ে উদাহরণ
উদাহরণ -১ নেট পর্দার পেছনে থাকলে পর্দার সামনের জিনিসগুলো পুরো দেখা যায় না । কিন্তু পর্দাটি উপর – নিচে , ডানে – বামে নাড়ালে জিনিসগুলো পুরোটাই দেখা যায় ।

গ . বর্তমানে পৃথিবীর সকল প্রধান ভাষায় কুরআনের অনুবাদ পাওয়া যায় । তাই শব্দের অর্থ মুখস্ত না করলেও চলে । কুরআনের অনুবাদ শিক্ষার্থীকে এ বিষয়ে সাহায্য করবে ।

Download Now Arabic Bangla Grammar Book Pdf

Arabic Grammar bangla pdf download

1.কোরআনিক ল্যাংগুয়েজ কোর্স/ কোরআনিক গ্রামার ও শব্দার্থ শীট pdf Link

১. কুরআনের ব্যাকরণ শিক্ষা-১

২. কুরআনের আরবী শিক্ষা-২

৩. কুরআনের ব্যাকরণ শিক্ষা-৩

৪. আলকোরআনের ব্যাকরণ শিক্ষা – ENGLISH–  ডাউনলোড 

5.আধুনিক আরবী ব্যাকরণ Pdf Download