আল আকসা মসজিদের ইতিকথা pdf download

Rate this post

al-aksa-mosque-itikotha book by A. N. M. Sirajul Islam pdf download from tunetuni.

আল আকসা মসজিদের ইতিকথা বই রিভিউঃ(Pdf Download)

বইঃ আল আকসা মসজিদের ইতিকথা বই Pdf

লেখকঃ এ. এন. এম. সিরাজুল ইসলাম এর বই Pdf

প্রকাশনীঃ বাংলাদেশ ইসলামিক সেন্টার বই Pdf

ফরম্যাটঃ পিডিএফ ফাই(PDF)

ক্যাটাগরিঃ ইতিহাস ও জীবনী pdf

আল আকসা মসজিদের ইতিকথা pdf download || এ. এন. এম. সিরাজুল ইসলাম এর বই Pdf Book

pdf download

জেরুসালেমের গােড়ার কথাঃ(Pdf Download)

মসজিদে আকসা সম্পর্কে জানতে হলে , আগে জেরুসালেম সম্পর্কে জানতে হবে । খৃস্টপূর্ব ৩ হাজার সালে আরবের ইয়াবুসী গােত্রের শাসক মালিক সাদেক জেরুসালেম শহর প্রতিষ্ঠার পরিকল্পনা নেন এবং শহরটির ভিত্তি স্থাপন করেন । এটাই তাদের দেশের প্রধান কেন্দ্র ও রাজধানী হিসেবে ব্যবহৃত হয় ।

ইয়াবুসী গােত্রের লােকদেরকে কেনানী আরবও বলা হয় । ইয়াবুসী সম্প্রদায়ের লােকেরা শহরে বহু বাড়ী – ঘর নির্মাণ করে । তারা সাহইউন ‘ পাহাড়ের উপর শহরের প্রতিরক্ষার জন্য একটি দুর্গ তৈরি করে । দুর্গটি প্রধানত হিব্রু ও মিসরীয়সহ অন্যান্য অত্যাচারী এবং লুণ্ঠনকারীদের হাত থেকে নিজেদেরকে রক্ষার জন্য তৈরি করা হয় । তারা ১৫৫০ খৃস্টপূর্ব সালে হিব্রুদের আক্রমণ প্রতিহত করার জন্য মিসরের প্রথম ফেরআউন তাহতামেসের সাথে মৈত্রীচুক্তি করে ।

আরও ডাউনলোড করুনঃ- ফিলিস্তিন ও ইসরাইল নিয়ে সকল বই pdf download

প্রায় ২ হাজার বছর পর্যন্ত তাদের হাতে শহরের নিয়ন্ত্রণ থাকে । খৃস্টপূর্ব ১১ সাল পর্যন্ত তারা শহরের উপর কর্তৃত্ব করে । হযরত মূসা ( আ ) এর ইন্তিকালের পর বনি ইসরাইল হযরত ইউশা বিন নূনের নেতৃত্বে জেরুসালেমে প্রবেশ করে । ৩২২ খৃস্টপূর্ব সালে আলেকজান্ডার মাকদুনীর হাতে পরাজয় বরণ করার পর জেরুসালেমে বনি ইসরাইলের কর্তৃত্বের অবসান হয় ।

যাই হােক , ইয়াবুসী শাসনামলে জেরুসালেমসহ সিরিয়া ও ইরাকব্যাপী যে সভ্যতা বিরাজ করে তাকে আবিলা সভ্যতা বলা হয় । বিজ্ঞানীরা মাটি খনন করে সেই যুগের বহু আরবী লেখার নিদর্শন উদ্ধার করেন । ১৯২৯-৩১ খৃঃ , ফরাসী বিজ্ঞানীরা রাস – শামরা নামক স্থানে খনন করে আরবী লেখা সমৃদ্ধ আবিলা সংস্কৃতির বহু পাথর উদ্ধার করেছেন ।

ইয়াবুসীরা আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী সংস্কৃতি চালু করে । তারা আল্লাহর নৈকট্যের জন্য রুটি পেশ করত । ঐ আমলে শহরে পানি সরবরাহের জন্য বিভিন্ন কূপ থেকে সরু খাল কেটে পানির ঝর্না প্রবাহিত করা হয় ।

জেরুসালেম শহরের গুরুত্বঃ(pdf download)

এই শহরে মসজিদে আকসার মত পবিত্র স্থান রয়েছে । এটি আম্বিয়ায়ে কিরামের অবস্থান ও ইবাদতের স্থান এবং শত – সহস্র আল্লাহ – প্রেমিকের ভ্রমণকেন্দ্র । আসমানের কত অগণিত ফেরেশতা এখানে এসেছেন । এক হাদীস অনুযায়ী এখানেই ময়দানে হাশর ও নশর ( উত্থান – বিস্তার ) হবে । এই শহরের উপর দিয়ে মহানবী হযরত মুহাম্মদের ( সা ) মে’রাজ হয়েছে ।

মসজিদে আকসার মধ্যে সুলাইমান ( আ ) এর আসন ও দাউদ ( আ ) এর মেহরাব রয়েছে । এই শহরে রয়েছে আইনে সালওয়ান ‘ বা সালওয়ান পানির নালা । এই নালার পানিকে হাউজে কাউসারের পানির মত মর্যাদাবান মনে করা হয় । এখানে রয়েছে মেহরাবে মরিয়ম ।

জেরুসালেম শহর পৃথিবীর একটি সর্ববৃহৎ পর্যটনকেন্দ্র । এটাকে একটি বহুজাতিক শহরও বলা যায় । মুসলমান , খৃস্টান ও ইহুদীদের ধর্মীয় উপাসনালয়ের কারণে এখানে বহিরাগত বহু পর্যটক ও তীর্থযাত্রীর আগমন ঘটে । হযরত ঈসার জন্মস্থানও এই জেরুসালেম শহরে । এখানে মসজিদে আকসা ব্যতীত আরাে ৩৫ টি মসজিদ আছে ।

মসজিদে আকসার দেয়ালের বাইরে পূর্বদিকে বাবুর রাহমাহ ’ সংলগ্ন রয়েছে দুইটি প্রখ্যাত মুসলিম গােরস্তান । এই গােরস্তানে শায়িত আছেন দুইজন প্রখ্যাত সাহাবী । তারা হলেন , উবাদাহ ইবন সামেত বদরী । তিনি ৬৫৩ খৃস্টাব্দে ইন্তিকাল করেন । অন্যজন হচ্ছেন , শাদ্দাদ বিন আউস- আনসারী । তিনি ৬৭৭ খৃস্টাব্দে ইন্তিকাল করেন ।

পবিত্র কুরআনে জেরুসালেম শহরকে বরকতময় ও পবিত্র ঘােষণা দিয়ে আল্লাহ বলেন , অর্থাৎ , আমরা মসজিদে আকসার আশপাশকে বরকতপূর্ণ করে দিয়েছি । এখানে মসজিদে আকসার আশপাশ ’ বলতে জেরুসালেম শহরকেই বুঝানাে হয়েছে ।

Also:- ফিলিস্তিনের ইতিহাস বই pdf download

এখন প্রশ্ন হচ্ছে , জেরুসালেম শহরের সেই বরকতপূর্ণ জিনিসগুলাে কি কি ? এই প্রশ্নের উত্তরে বলা যায় , জেরুসালেম শহরের নদীনালা , মিষ্টি পানি ও ফল ফলাদি হচ্ছে সেই বরকতময় জিনিস । এছাড়াও যুগ যুগ ধরে ইতিহাসের সিঁড়ি বেয়ে যেখানে বহু নবী – রাসূল ও আউলিয়া শায়িত আছেন , তাদের মত নেককার লােকদের জীবন – মৃত্যুর স্থান অবশ্যই বরকতময় ।

” অন্য এক আয়াতে ঐ বরকতের প্রতি ইঙ্গিত দিয়ে আল্লাহ বলেছেন , ‘ আমরা যখন তাদেরকে আদেশ দিলাম , এই জনপদে প্রবেশ কর এবং সেখানকার যেখানে ইচ্ছা সেখানে পর্যাপ্ত খাও ‘ । এই আয়াতে জেরুসালেম । শহরে পর্যাপ্ত খাওয়া – পরার নির্দেশ থেকে বুঝা যায় , তা আল্লাহর অফুরন্ত নেয়ামতে বরকতপূর্ণ ।

Download al-aksa-mosque-itikotha by A. N. M. Sirajul Islam Book pdf

Download