একটা দেশ যেভাবে দাঁড়ায় pdf books download by রউফুল আলম বই

Rate this post

রউফুল আলম এর বই “একটা দেশ যেভাবে দাঁড়ায়” pdf books download.

একটা দেশ যেভাবে দাঁড়ায় বইয়ের বিবরনঃ(Pdf Books)

বইঃ একটা দেশ যেভাবে দাঁড়ায়

লেখকঃ রউফুল আলম

প্রকাশনীঃ সমগ্র প্রকাশন

ফরম্যাটঃ পিডিএফ ফাইল(Pdf)

ক্যাটাগরিঃ আত্ম-উন্নয়ন ও মোটিভেশনাল বই Pdf

একটা দেশ যেভাবে দাঁড়ায় pdf books download

একটা দেশ যেভাবে দাঁড়ায় বইয়ের রিভিউঃ (Pdf Books)

ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ায় ( UPenn ) আমার ল্যাবরেটরি সপ্তাহের সাত দিনই খােলা থাকত । পিএইচডি , পােস্টডক গবেষকদের কাছে চাবি থাকে । যার যখন ইচ্ছা তখনই গিয়ে কাজ শুরু করে দেন ।

দুনিয়ায় একেকজন মানুষ একেক সময় প্রডাক্টিভ । কেউ ভােরবেলায় পড়ে । কেউ পড়ে ভরদুপুরে । কেউ আবার মাঝরাত ছাড়া পড়তে পারে না । গবেষণার বিষয়টাও এমন । তাই দিন – রাত সবসময় সেখানে প্রবেশাধিকার থাকতে হয় । আমার ল্যাবে কয়েকজন কাজপাগল তরুণ ছিলেন ।

তারা কখন ঘুমাতেন আমি জানি না । ক্লান্তি ওঁদের স্পর্শ করে না । একটা ছেলে রীতিমতাে ল্যাবরেটরিকে ঘর বানিয়েছেন । কাজ ছাড়া , তাঁর কোনাে কাজ নেই । তিনি ছিলেন পােস্টডক গবেষক । আমেরিকান ছেলে । বয়স ২৮। যথারীতি তাঁর ৩৫ – এর ওপর বৈজ্ঞানিক আর্টিকেল ( Scientific Article ) আছে । (Pdf Books)

একজন পিএইচডি স্টুডেন্ট আছেন , যিনি লাঞ্চের পর ল্যাবে আসেন । এই ছেলেটা কাজ করবেন রাত দুইটা – তিনটা পর্যন্ত । কখনাে কখনাে সে ল্যাবের করিডােরে ঘুমান আমরা তাকে ডেকে দিই । আমার প্রফেসর তাঁকে অসম্ভব পছন্দ করেন । কারণ ছেলেটা তুখােড় ছাত্র । তার জীবনের প্রথম পাবলিকেশন করেছেন তিনি সায়েন্স ‘ ( Science ) জার্নালে । সকালে গিয়েএসব মেধাবী ও কর্মপাগল মানুষদের সান্নিধ্যে থাকা অত্যন্ত জরুরি ।

এঁদের সান্নিধ্যে থাকলে আপনার ভেতর ঘুমিয়ে থাকা স্বপ্নগুলাে জেগে যাবে । স্বপ্নরা তাড়া দেবে । এমন মানুষদের সঙ্গে থেকে নিজের ভেতরের সম্ভাবনাকে বের করা যায় । যা – ই হােক , আমেরিকার অন্য ল্যাবগুলােও এমনই । দিন – রাত খােলা থাকে । ইউরােপেও তা – ই । যদিও সেখানে কাজের সংস্কৃতি কিছুটা ভিন্ন । স্টকহােমে থাকাকালীন যখন – তখন ল্যাবে গিয়ে কাজ করতে পারতাম । ক্যাম্পাস ছিল অভয়ারণ্য ।

চীন – জাপানেও দিন – রাত কাজ হচ্ছে । এই দেশগুলাে কাজের পরিবেশ তৈরি করে তরুণদের ব্যস্ত রাখে । সেসব তরুণদের মধ্য থেকে কর্মপাগল ( Workaholic ) মানুষ তৈরি করা হয় । আর সেসব মানুষ সমাজকে বদলে দেয় । সমাজের তরুণেরা যখন উদ্ভাবন – সৃষ্টির নেশায় দিন – রাত কাজ করেন , সেটা আশীর্বাদ হয়ে আসে । যে সমাজের তরুণেরা যত কম বয়সে সৃষ্টির নেশায় বুদ হয়ে থাকেন , সে সমাজ ততই শক্তিশালী হয় । (Pdf Books)

আমাদের বিশ্ববিদ্যালয়গুলাে সন্ধ্যার পর ভুতুড়ে হয়ে থাকে । চামচিকারা কিচকিচ করে । আমারা ভূতের ভয়ে ছাত্র – শিক্ষক মিলে বাড়িতে গিয়ে বসে থাকি । ভূতের আছর থেকে বেঁচে গিয়ে আমরা দেশ নিয়ে বড় বড় স্বপ্ন দেখি । কিন্তু আমরা কি কখনাে ।

গভীরভাবে ভাবি যে একটা দেশকে দাঁড় করাতে হলে কী দরকার ! যেদিন বাংলাদেশ মাথা তুলে দাঁড়াবে সেদিন কি ইউরােপ – আমেরিকা কিংবা চীন – জাপান বসে থাকবে ? যেদিন আমরা মহাকাশে যান পাঠাব , সেদিন এসব দেশ মহাকাশ দখল করে বসে থাকবে ।

যেদিন আমরা একটা ড্রাগ বানাব , সেদিন এরা ডিএনএর গঠন পরিবর্তন করে জন্মনিয়ন্ত্রণ করবে , যেন মানুষ নীরােগ হয় ( কথাটা গল্পের মতাে শােনালেও , বাস্তবেই গবেষকেরা এগুলাে নিয়ে কাজ করছেন ) । আমাদের বিদ্যালয়গুলাে বছরের এক – তৃতীয়াংশ সময় বন্ধ থাকে । প্রচুর সরকারি ছুটি থাকে । সঙ্গে হরতাল , মারামারি৷(Pdf Books)

Akta desh jvabe darai pdf free download

Download

যেভাবে বইটির পিডিএফ ডাউনলোড করবেন-দেখুন