adarsha hindu hotel book by Bibhutibhushan Banerjee pdf from tunetuni.
আদর্শ হিন্দু হোটেল বইয়ের বিবরনঃ pdf download
বইঃ আদর্শ হিন্দু হোটেল বই pdf
লেখকঃ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বই pdf
প্রকাশনীঃ মিত্র ও ঘোষ পাবলিশার্স প্রাঃ লিঃ (ভারত) এর বই pdf
ফরম্যাটঃ পিডিএফ ফাইল(Pdf)
ক্যাটাগরিঃ চিরায়ত উপন্যাস বই pdf
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর বই pdf

আদর্শ হিন্দু হোটেল বইয়ের রিভিউঃ pdf download
একটা কথা আছে বাংলায় ; ” মানুষ তার স্বপ্নের সমেত বড় ” । আমরা সবাই স্বপ্ন দেখি । স্বপ্ন দেখতে ভালােবাসি।স্বপ্ন নিয়েই বাঁচি । স্বপ্নকে পূর্ণ করার চেষ্টা করি।কিন্তু সেই স্বপ্ন ক’জনই বা স্বার্থক করতে পারি ?
হ্যা সেরকম একজন স্বপ্নবিলাসী মানুষ ” হাজারী চক্রবর্তী ” , যাকে এক নামে সবাই হাজারী ঠাকুর বলেই চেনে।পয়তাল্লিশাের্ধ পৌর হাজারী ঠাকুর তার ওই বয়সে শূন্য থেকে পূর্ণ হওয়ার যে স্বপ্ন দেখে তা কি চাট্টিখানি কথা ??? ওই বয়সে অনেকেই জীবন থেকে , কর্ম থেকে অবসর নেয়ার প্রস্তুতি নিতে থাকে ।
কিন্তু হাজারী ঠাকুর স্বপ্ন দেখে।স্বপ্ন দেখে তার ” একটি আদর্শ হিন্দু হােটেল ” হবে । যেখানে কম দামে সস্তায় আরাম করে লােকে ভালাে খাবার খেতে পারবে।চারদিকে তার সুখ্যাতি ছড়িয়ে পরবে।কিন্তু সেই উপায় কোথায় ? দু’পয়সা রােজগার করে সংসার চালাতেই সে হিমশিম খেয়ে যায় ।
Also Link: গুজরাট ফাইলস pdf download
শুধু রান্না করে খাইয়েই যে মানুষের মন খুশি করানাে যায় সেটা হাজারী ঠাকুরকে জানলে বােঝা যাবে।হাজারী ঠাকুর রাণাঘাটে রান্নার কাজ করে বেচু চক্কোত্তির হােটেলে।সে চমৎকার রান্না করতে পারে।কি নিরামিষ কি আমিষ ? সব রান্নাই যেন অমৃত হয় ।
কিন্তু তার মালিকের কাছে তার সেই কাজের কোন মূল্য নেই । সেই হােটেলের সহকর্মী পদ্দ ঝি , তাকে দুচোক্ষে দেখতে পারেনা।উঠতে বসতে কথা শােনায় , নানারকম উৎপাত সৃষ্টি করে।বেচু চক্কোত্তি হােটেলের মালিক হয়েও পদ্দ ঝিয়ের কানকথা ধরে।তার কথাতেই উঠ বােস করে ।
লােকে তাদের দুজনকে নিয়ে নানারকম কানাঘুষােও করে।পদ্দ ঝি হােটেলে এমনভাবে আদি বিস্তার করে থাকে যেন সেও হােটেলের মালিক।হাজারী ঠাকুর সহজ – সরল নিরীহ মানুষ।পদ্দ ঝি তাকে নানাভাবে হেনস্তা করে , আর সেও সেটা মুখ বুঝে সহ্য করে।এতকিছুর মধ্যেও সে স্বপ্ন দেখতে ভুলেনা।একটা সুখি সুন্দর জীবনের স্বপ্ন দেখে ।
হাজারী ঠাকুর নেহাতই একজন সহজ – সরল , ভালাে মানুষ । কখনও কাউকে ঠকানাের চিন্তা মাথাতেও নেয়না।আর যারা ভালাে মানুষ তাদের সাথে সৃষ্টিকর্তা সবসময় থাকেন।হাজারী ঠাকুরের বেলায়ও তাই হয়েছে।কিছু অনাত্মীয়া মেয়ের বয়সী নারী তাকে খুব শ্রদ্ধা আর ভক্তি করে । তাদের সহানুভূতির হাত বাড়িয়ে দেয় হাজারী ঠাকুরের দিকে।
Link: কাকাবাবু সমগ্র pdf download
তারা প্রত্যেকে তাকে বাবার মত ভালবাসে।সেও তাদেরকে মেয়ের মতই স্নেহ করে । সেই অনাত্মীয়া মেয়ের বয়সী মেয়েদের সহায়তায় আর তার একনিষ্ঠ পরিশ্রম , সততা এবং জাদুকরী রান্নার গুণেই একদিন সে তার স্বপ্নকে এগিয়ে নিয়ে যায় সফলতার পূর্ণ চূড়ায় ।
কিছু কথা : যারা স্বপ্ন দেখতে ভয় পায় , মাঝ বয়সে এসে থেমে যায় , ভেতরে ভেতরে দুমড়ে – মুচড়ে যায় , যারা মনে করে কিছুই করতে পারবেনা , সময় শেষ হয়ে গেছে তাদের জন্য এই হাজারী ঠাকুর একটা অনুপ্রেরণা।এবং রক্তের সম্পর্ক না হয়েও যে নিঃস্বার্থভাবে ভালােবাসা যায় তার এক বিরল দৃষ্টান্ত এই কুসুম , অতসীর মত কন্যাসম মেয়েগুলাে ।
অর্থাৎ যারা সৎ ভালাে মানুষ , তাদের সাথে কখনও খারাপ কিছু হয়না । প্রিয় উক্তি : ” উদ্যমই জীবনের সবটুকু , যার জীবনে আশা নেই , যা কিছু করার ছিল সব হয়ে গেছে তার জীবন বড় কষ্টকর ” ।
Link: আট কুঠুরি নয় দরজা pdf download
পাঠ প্রতিক্রিয়া কালজয়ী ঔপন্যাসিক বিভূতিভূষণ এর অন্যান্য বইয়ের তুলনায় এই বইটা কম আলােচিত হলেও আমি বলবাে এটাও একটা মাস্টারপিস।এসব কালজয়ী বই নিয়ে আমার আলাদা করে কিছু বলার নাই।এসব বই অবশ্যপাঠ্য বই ।
বইটা আমি মন্ত্রমুগ্ধের মত পড়ে গেছি।বইয়ের প্রত্যেকটা পরতে পরতে মিশে ছিলাে একরাশ মুগ্ধতা আর ভালােলাগা । আমার মত মুগ্ধতায় ডুবে যেতে চাইলে আপনারাও ( যারা পড়েননি ) পড়ে ফেলুন বইটা ।
Download now Ideal Hindu Hotel book by Bibhutibhushan Banerjee pdf
googledrive || appbox || mega || medifire