abu-ibrahimer-mrittu book by Shahidul Zahir pdf download from tunetuni.
আবু ইব্রাহীমের মৃত্যু বই রিভিউঃ(Pdf Download)
বইঃ আবু ইব্রাহীমের মৃত্যু বই Pdf
লেখকঃ শহীদুল জহির এর বই Pdf
প্রকাশনীঃ মাওলা ব্রাদার্স প্রকাশনীর বই pdf
ফরম্যাটঃ পিডিএফ ফাই(PDF)
ক্যাটাগরিঃ শহীদুল জহির বই pdf, পুরস্কারপ্রাপ্ত বই pdf
শহীদুল জহির এর বই Pdf Download || পুরস্কারপ্রাপ্ত বই pdf || প্রথম আলো বর্ষসেরা বই ১৪১৫

আবু ইব্রাহীমের মৃত্যু বইটির বিষয়বস্তুঃ(Pdf Download)
উপন্যাসটির মূল চরিত্র আবু ইব্রাহিম একজন নির্জন সাধারণ মানুষ । ব্যক্তি জীবনে স্ত্রী – কন্যা – পূত্র নিয়ে তার মধ্যবিত্ত সংসার । এ মধ্যবিত্ত্ব অবস্থার মাঝেও তার ভেতর কাজ করে এক ধরনের শূন্যতা ।
যে শূন্যতা খাে শহীদুল জহিরও বুঝে উঠতে পারেনি বলেই আমার মনে হয় । হয়ত , বিশ্ববিদ্যালয় জীবনের ব্যর্থ প্রণয়ের বিষন্নতা কিংবা ছাত্র জীবনের রাজনৈতিক আদর্শ থেকে নিজের বিচ্যুতি । এসবই হয়তাে আবু ইব্রাহিমের শূন্যতার কারণ হয়ে উঠতে পারে । আবার হয়ত- স্ত্রী মমতার প্রতি তার অব্যক্ত ভালােবাসা যা হয়ত সে নিজেও বুঝে উঠতে পারে না ।
আরও ডাউনলোড করুনঃ খোয়াবনামা আখতারুজ্জামান ইলিয়াস pdf download
কিংবা মমতাকে বােঝাতে পারে না । কিংবা ব্যর্থ প্রেমের কাঙালপনা সত্ত্বেও আবু ইব্রাহিম এক সময় অনুভব করে , হেলেনকে ছাড়া তাে সে এতদিন খারাপ থাকেনি । এ সবই যেন পাঠককে বিভ্রান্তির দিকে নিয়ে যায় । হয়ত- লেখক নিজের ইচ্ছাতেই পাঠককে বিভ্রান্ত করতে চায় ; হয়ত আবু ইব্রাহিমই বিভ্রান্তময় একটি চরিত্র হয়ে উঠে ।
যাইহােক । উপন্যাসের শুরুতেই বলে । দেয়া হয় আবু ইব্রাহিমের মৃত্যুর কথা । সে সময় আবু ইব্রাহিমের লাশ একটি খাটিয়ায় করে তার বেইলী রােডের বাসা থেকে নিয়ে যাওয়া হয় । ঠিক তখন তার স্ত্রী মমতার অনেক আগের একটি রাতের কথা মনে পড়ে । সে রাতে সারস পাখির ঝাক উড়ে যাচ্ছিল ।
আবু ইব্রাহিম তার স্ত্রীকে ঘুম থেকে জেগে তােলে ব্যালকনিতে নিয়ে ফিসফিসিয়ে বলে- ” সারস পাখির ঝাক উইড়া যাইতাছে । শােনাে । ” এই কথা মনে করতে করতে মমতা আরো বলতে থাকে তুমি একটা পাগল৷
Also Download Link: হাজার বছরের বাঙালি সংস্কৃতি pdf download
বইটি সংক্ষেপে জেনে নেই(pdf book library)
বইটিতে লেখক সৃষ্টি করেছেন মৃত্যু নিয়ে অদ্ভুত এক প্যারাডক্স ( স্ববিরােধী ) কেন্দ্রীয় চরিত্র সাধারণ একজন সরকারী চাকুরীজীবী আবু ইব্রাহীমের মৃত্য ছিল বেলে হাঁসের পালকের চেয়েও হাল্কা কিন্তু । সেজন্য তাকে মৃত্যুকে গ্রহণ করতে সেই কারণটিকে আমার থাই পাহাড়ের চেয়েও কম ভারী মনে হয়নি ।
Link: দ্য ওল্ড ম্যান এন্ড দ্য সি pdf
Link: ফানুস উপন্যাস মৌরি মরিয়ম pdf download
আমি সব পাঠকদের বলব না এই বইটি পড়তে । তবে যে পাঠকেরা একটি লেখা নিয়ে চিন্তার খােরাক যােগাতে যান । দ্ব্যর্থকতার মাঝে সঠিক ধারণাটি অনুমান করার আনন্দ নিতে চান তাদের জন্য বাংলাসাহিত্যে আমার মনে হয় শহীদুল জহিরের কোন বিকল্প লেখক নেই ।
abu-ibrahimer-mrittu by Shahidul Zahir Book pdf download
or