🔘 রাসূল (সঃ) এর ২৪ ঘন্টা রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ভালোবাসতেন ও অপছন্দ করতেন pdf books
প্রকাশকের কথা :-
সমুদয় প্রশংসা জ্ঞাপন করছি মহান করুণাময় অসীম দয়ালু আল্লাহ রাব্বল আলামীনের জন্যে যিনি তার একান্ত মেহেরবানীতে কুরআন ও সহীহ হাদীসের আলােকে রাসূল -এর ২৪ ঘণ্টা নামক একটি জনগুরুত্বপূর্ণ গ্রন্থ প্রকাশ করার তাওফীক দান করেছেন । সালাত ও সালাম বিশ্ব মানবতার মহান শিক্ষক ও পথ প্রদর্শক রাসূল – এর প্রতি , যিনি মানব জীবনে শাস্তি আনার জন্য কুরআন ও সুন্নাহের বিধান জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করার নিমিত্তে সব কিছু বিলিয়ে দিয়েছেন । ইসলাম অন্যান্য প্রচলিত ধর্মের ন্যায় কেবল কতিপয় কর্মকান্দ্রে সমাহারের নামই নয় । ইসলাম একটি পরিপূর্ণ ও ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থার নাম । একজন ব্যক্তি ফজরের সালাতের জন্য সুবহে সাদেকের পর ঘুম থেকে উঠা এবং দিন অতিবাহিত হতে হতে সন্ধ্যা হয়ে প্রয়ােজনীয় কাজকর্ম সম্পন্ন করার মাধ্যমে রাত্রিযাপন করে । আবার সুবহে সাদেক পর্যন্ত এই যে ২৪ ঘন্টা সময় আছে তাতে জীবনের প্রতিটি ক্ষেত্রেই ইসলামের বিধান বিদ্যমান আছে । আমাদের অনেকের ইসলাম সম্পর্কে ভালাে জ্ঞান না থাকা , সামাজিকভাবে ইসলাম বিদ্বেষীভাব , রাষ্ট্রীয়ভাবে ইসলামের প্রতি বৈরিতা প্রদর্শনসহ বিবিধ কারণে ইসলামকে অন্যান্য ধর্মের ন্যায় মনে করার মাধ্যমে ইসলাম থেকে অনেক দূরে অবস্থান করেছেন ।বইটিতে সর্বমােট চারটি অধ্যায়ে সন্নিবেশিত করা হয়েছে ১. রাসূল এর সংক্ষিপ্ত জীবনী ও তার স্বরণীয় বরণীয় ঘটনা , ২. রাসূল কাজ যা ভালােবাসতেন , ৩. রাসূলযা অপছন্দ করতেন , ৪. রাসূল এর দৈনন্দীন জীবনের আমলসমূহ । তাছাড়া আমাদেরকে মসজিদ ও মক্তবে ছােটকালে ইসলামের পরিচয় দেয়া হয়েছে প্রচলিত ধর্মের ন্যায় । মানব জীবনের এমন কোন ক্ষেত্র নেই যেখানে ইসলাম সুস্পষ্ট নির্দেশনা নেই । মায়ের গর্ভ থেকে ভূমিষ্ট হয়ে কবরে যাওয়া পর্যন্ত প্রতিটি ক্ষেত্রেই ইসলামের মূলনীতি অনুসারে বিধান দেয়া আছে । আর সে মূলনীতির আলােকে একজন মুমিনের ২৪ ঘন্টা সময় সেভাবে অতিবাহিত করতে হবে । তার নির্দেশনা দিয়েই আমরা এ গ্রন্থটি করার জন্য চেষ্টায় কোনাে রকম জটি করিনি । পরিশেষে , মানুষের দ্বারে দ্বারে কুরআন ও সহীহ হাদীসের বাণী পৌছে দিতে প্রতিষ্ঠিত পিস পাবলিকেশনের রাসূল – এর ২৪ ঘণ্টা নামক গ্রন্থে যারা সময় , শ্রম ও মেধা কুরবানী করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই । এ ছাড়াও অন্যান্য ব্যক্তি বা প্রতিষ্ঠান যারা আমাদেরকে এই মহান কাজে বিভিন্নভাবে সাহায্য করেছেন ও প্রেরণা দিয়েছেন , আল্লাহ তা’আলা তাদের সবার সাথে আমাদেরকেও কবুল করুন । আমীন ।