প্রশান্তির খোঁজে নোমান আলী খান এর বই pdf

5/5 - (1 vote)

ওস্তাদ নোমান আলী খানের বই pdf download books. প্রশান্তির খোজে নোমান আলী খান pdf.Noman Ali khan pdf books download.

প্রশান্তির খোঁজে নোমান আলী খান এর বই pdf

নোমান আলী খান pdf
নোমান আলী খানের pdf books

মুসলিমদের চিন্তা – চেতনা কীভাবে কাজ করে সেটা নিয়ে আমার নিজস্ব সর্বশেষ মতামত বলবাে । আমি এটা জানি , কারণ আমার মাথাও একসময় এইভাবে কাজ করতাে । আমরা যখন ছােটবেলায় ইসলাম সম্পর্কে জ্ঞানলাভ করতাম , মাঝে মাঝে বিভিন্ন ধরণের গল্প শােনানাে হতাে আমাদের । যেমন , বড় কোনাে আলেম এরকম দো’আ করেছিল , যার কারণে এইরকম এইরকম হয়েছিল … অথবা নবী রাসূল এবং সাহাবীদের নিয়ে বিভিন্ন ঘটনা , বা কোন কাজ করলে কত সওয়াব হবে , আর কোন কাজ করলে কি পরিমাণ গুনাহ হবে , কি ধরণের শাস্তি হবে ধরণের কথাবার্তা আমরা সারাজীবন শুনে আসছি । এসব জিনিসের কিছু এসেছে আল – কুর’আন থেকে , কিছু সুন্নাহ থেকে , আর কিছু বিষয় কোথা থেকে এসেছে সেটা কেউ জানে না ।

কিন্তু আমাদের মাথায় এসব একসাথে মিলেমিশে ‘ মিক্স সালাদ ‘ এর মতাে হয়ে গেছে । আর এই মিশ্রণটাকেই আমরা ইসলাম হিসেবে মনে করি । এখন , আমাদের কি আলাদা করা উচিত ছিল না যে কোনটি আল্লাহর নির্দেশ , কোনটি নবীর শিক্ষা ? এসব বিষয় অন্য বিষয়গুলাের সাথে না মিশিয়ে আলাদা করে রাখা কি উচিত ছিল না ? এই বৃত্তগুলাে আঁকার উদ্দেশ্য কি ছিল ? উদ্দেশ্য এই যে , যখন আপনারা ইসলাম নিয়ে চিন্তা করবেন , তখন প্রাথমিকভাবে প্রথম তিনটি বৃত্ত নিয়ে ভাববেন । আর এর বাইরে অন্যকিছু যখন শুনবেন , তখন সেটাকে এই তিন বৃত্তের বাইরে অন্য যে বৃত্তগুলাে আছে সেগুলাের মধ্যে থেকে সঠিক বৃত্তটি বেছে নিয়ে সেখানে বসিয়ে নিবেন । আর যদি কোনাে কারণে , চার থেকে ছয় নম্বর বৃত্তের কোনাে কিছু নিয়ে আমরা নিজেদের মধ্যে একমত না – ও হই তাহলেও কিছু যায় আসে না । সেটা আমাদেরকে বিভক্ত করবে না । সেটা আমাদের উম্মাহকে ছিন্ন – বিচ্ছিন্ন করে দিবে । উম্মাহ’র ঐক্য হচ্ছে এক , দুই এবং তিন নম্বর বৃত্তের মধ্যে । আমাদের সবার একই ফিকহ থাকতে হবে এমন নয় । আমাদের সবাইকে যে বিতর সালাত একই নিয়মে পড়তে হবে এমনও নয় । আমাদের সবার তারাবীর নামাজের রাকাত সংখ্যা যে সমান হতে হবে তা – ও নয় । আমাদের সবকিছু একইরকম করতে হবে না ।

সব বিষয়ে আমাদের ফতােয়া একইরকম হতে হবে এমন কোনাে কথা নেই । এসব আমাদের কে বিভক্ত করবে না । দুই ভিন্ন দিনে ঈদের সালাত আদায় করলে আমরা বিভক্ত হয়ে যাবাে না । কারণ আমরা আরাে শক্তিশালী কিছু বিষয় দ্বারা ঐক্যবদ্ধ । কিন্তু যখনই আমরা সবগুলাে বৃত্তের সবকিছুকে একসাথে করে ফেলি তখনই বিভক্তি শুরু হয়ে যায় । আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আমাদেরকে প্রকৃত অর্থে ঐক্যবদ্ধ উম্মাহ হওয়ার তাওফিক দান করুন । আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আমাদেরকে কোন বিষয়গুলােকে প্রকৃত অর্থে অগ্রাধিকার বা প্রাধান্য দিতে হবে সেটা সঠিকভাবে বুঝার তৌফিক দান করুন । আমিন ।

প্রশান্তির খোঁজে নোমান আলী খান pdf-Download

যেভাবে google drive থেকে বইটি ডাউনলোড করবেন—দেখুন