ইসলাম ও আধুনিক চিকিৎসা pdf books download

Rate this post

ইসলাম ও আধুনিক চিকিৎসা pdf books-আল্লামা মুফতী দিলাওয়ার হোসাইন৷ Islam o Adunik cikitsha pdf books Allama mufti dilaoyar hossain. pdf books

ইসলাম ও আধুনিক চিকিৎসা pdf books || pdf file || pdf bangla || pdf ebooks || pdf download

পিডিএফ বই ডাউনলোড

ইসলাম ও আধুনিক চিকিৎসা বইয়ের রিভিউঃ (Pdf Books)

বইঃ ইসলাম ও আধুনিক চিকিৎসা

লেখক: আল্লামা মুফতী দেলাওয়ার হোসাইন

প্রকাশনীঃ সা’দ প্রকাশনী

ফরম্যাটঃ পিডিএফ ফাইল(Pdf)

ক্যাটাগরিঃ ইসলামিক বই

প্রকাশঃ ২০০৯

ইসলাম ও আধুনিক চিকিৎসা বইয়ের ভূমিকাঃ (Pdf Books)

আদিকাল থেকেই বিভিন্ন ধরণের চিকিৎসা পদ্ধতির প্রচলন চলে আসছে । আর এর উপর ভিত্তি করে অনেক মাসআলা – মাসাইলও বিভিন্ন কিতাবাদিতে লিপিবদ্ধ করা হয়েছে যে , ইসলামের দৃষ্টিতে কোন্ ধরণের চিকিৎসা পদ্ধতি বৈধ আর কোন ধরণের চিকিৎসা পদ্ধতি অবৈধ । তেমনিভাবে ইসলামের বহু হুকুম – আহকামও চিকিৎসা ও চিকিৎসা । পদ্ধতির উপর নির্ভরশীল ।

বিশেষ করে রােযা সংক্রান্ত অনেক মাসাইল তম্মধ্যে উল্লেখযােগ্য । বর্তমান বিশ্বে অন্যান্য বিষয়াদির পাশাপাশি চিকিৎসা বিজ্ঞানও উন্নতির উচ্চ শিখরে পৌঁছে গেছে । এক সময় যার কল্পনাও ছিল দুষ্কর । প্রাচীনকালে শরীরের বিভিন্ন অঙ্গের গঠন প্রণালী যে রকম মনে করা হত , তার অনেকটাই বর্তমানে ভুল প্রমাণিত হয়েছে । আগে যা থিউরি ( Theory ) ও ধারণার উপর নির্ভরশীল ছিল , বর্তমানে তা প্র্যাকটিকাল ও বাস্তব ভিত্তিক ।

যার ফলে দু’যুগের মধ্যে বিস্তর ব্যবধান বিদ্যমান । ফলে এর উপর ভিত্তি করে বহু মাসআলা – মাসাইল ও নানান সমস্যার সৃষ্টি হয়েছে । তাই এ বিষয়ে নতুন করে গবেষণামূলক কিছু চিন্তা – ফিকিরের প্রয়ােজন দেখা দিয়েছে এবং এ কাজের গুরুত্বও অনেক বেড়ে গেছে । মারকাযুদ্দাওয়া আল ইসলামিয়া ঢাকার প্রতিষ্ঠা লগ্ন থেকেই এ বিষয়ে পাঠ দান অধমের দায়িত্বে অর্পিত ছিল । (pdf books)

অধম বিভিন্ন কিতাব ও নিজের চিন্তা – গবেষণা থেকে দীর্ঘ ৯ বছর যাবত পাঠ দান করে আসছিল । মারকাযুদ্দাওয়া আল ইসলামিয়া ঢাকার প্রথম বছরের তালিবে ইলম , আমার অত্যন্ত স্নেহাস্পদ , মাওলানা মুফতী হারুন ( বর্তমান শিক্ষা সচিব , মারকাযুল বুহূস আল ইসলামিয়া ঢাকা ) আমার দরসগুলােকে সংক্ষেপে লিপিবদ্ধ করেন ।

পরবর্তীতে জামিয়া ইসলামিয়া দারুল উলুম ঢাকা এর ১৪২৬ হিজরী সনের তাখাসসুস ফিল ফিহি ওয়াল ইফতা বিভাগের তালিবে ইলম মাওলানা হাবীবুল্লাহ , মাওলানা ইমরান , মাওলানা হানীফ , মাওলানা জুনায়েদ , মাওলানা ইসমাঈল মাওলানা সাইফুজ্জামান,মাওলানা মুস্তাফিজ,মাওলানা ইহতিশাম , মাওলানা আইয়ূব ও মাওলানা ইয়াসীন তা বিস্তারিতভাবে লিপিবদ্ধ করেন এবং তারা এর উপকারিতা উপলব্ধি করে প্রকাশেরও উদ্যোগ নেন । মাশাআল্লাহ্ ! তারা সকলেই রুচিশীল ও চিন্তাশীল আলেম ।

সকলেই বর্তমানে বড় বড় প্রতিষ্ঠানে উল্লেখযােগ্য খেদমতে নিয়ােজিত আছেন । আমি দু’আ করি আল্লাহ পাক তাদেরকে আরাে উন্নতি দান করুন ও দ্বীনের সহীহ্ খাদিম হিসেবে কবুল করে নিন । আমীন ! আমি তাদের এই উদ্যোগকে স্বাগত জানাই । কেননা উল্লিখিত বিষয়ের উপর এ পদ্ধতিতে লিখিত কোন কিতাব অদ্যাবধি আমার দৃষ্টিগােচর হয়নি । আশা করি কিতাবটি ইলম পিপাসু উলামায়ে কিরাম ও মুক্তীয়ানে ইযামের পিপাসা নিবারণ করবে ।

এর পাশাপাশি জেনারেল শিক্ষিত বিশেষ করে ডাক্তার মহলেরও অনেক উপকারে আসবে । ইনশাআল্লাহ ! বলা বাহুল্য , বক্ষমান এ কিতাবটি আমার স্বহস্তে লিখিত কোন রচনা নয় বরং উল্লিখিত কিছু তালিবে ইলম কর্তৃক অধমের এ বিষয়ের কিছু দরস ও আলােচনার সংকলন সমষ্টি । তবে অধম উক্ত সংকলন পুনরায় ২ . দেখে কিছু সংযােজন ও বিয়ােজন অবশ্যই করেছে । (pdf books)

অতএব , এ কিতাবটির ব্যাপারে নিম্ন লিখিত কথাগুলাে মনে রাখা আবশ্যকঃ ১. কিতাবটি কোন ( নিয়মিত ) রচনা নয় বরং এ বিষয়ে অধমের পাঠ দানের সংকলন সমষ্টি । এ কথা সর্বজন স্বীকৃত যে , পাঠ দানের পদ্ধতি ও রচনা কখনও এক হয় না । দ্বিতীয়তঃ পাঠদানকে হুবহু লিখনিতে পরিবর্তন করাও সহজ কাজ নয় । কারণ পাঠ দান হয় যবানে যা ‘ যিন্দাহ ’ আর লিখনি হয় কলমে যা ‘ মুরদা ‘ । তাই যবান । দিয়ে যা বুঝানাে সম্ভব কলমের আঁচড়ে হুবহু প্রকাশ করা যায় ।

অতএব , কোনাে কোনাে বিষয় বুঝতে অসুবিধাও হতে পারে । তবে মনােযােগ সহকারে অধ্যয়ন করলে আশা করি বুঝে আসবে । ইনশাআল্লাহ্ ! এ বিষয় পাঠ দানের সময় সম্বােধন করা হয়েছে ফিক্হ ও ই বিভাগের তালিবে ইলমদেরকে । তাই কথাগুলাে অনেকটা ফিক্হী ও ইলমী ধাঁচে উপস্থাপন করা হয়েছে । স্বভাবতই ফিহী ( ইসলামী আইনের ) পরিভাষা অধিক হারে ব্যবহৃত হয়েছে ।

যা অন্যদের জন্য বুঝতে কিছুটা সমস্যা হতে পারে। তবে এগুলাে অধমের ৩২১ ) তথা অগ্রাধিকার প্রাপ্ত মনােভাব অবশ্যই । ৪. বিষয়টি নিঃসন্দেহে ইজতিহাদ , ইসতিঘাত ও গবেষণামূলক । অধমের মধ্যে এ ধরণের কোন যােগ্যতা নেই । তবে অধমের জীবনের সবচেয়ে বড় সম্বল , একটি অমূল্য বাণী : “ এখন যা বুঝে আসে তাই লিখে ফেল , পরবর্তীতে ভুল প্রমাণিত হলে ৯ তথা প্রত্যাহার করে নিও ।

যদি চাও যে , আমার কাজটি একেবারেই ত্রুটিমুক্ত ও নির্ভুল হােক তাহলে আর কাজই হবে না ” যা অধমকে কিতাবটি প্রকাশ করার সাহস যুগিয়েছে । ৫. যে সমস্ত ডাক্তারি ও চিকিৎসা সংক্রান্ত তথ্যাবলী কিতাবটিতে উল্লেখ করা হয়েছে তা আমার শ্রদ্ধেয় মেঝ ভাই জনাব ডা . আলহাজ্ব আবু ইউসুফ সাহেব ( যিনি আমার অনেক বড় মুরব্বী এবং আমার লেখা পড়ার পিছনে যার নিষ্কলুষ মহব্বত ও অবদান না থাকলে হয়ত আমি এ পর্যন্ত পৌছাতে পারতাম না ) ও তাঁর ছােট ভায়রা জনাব ডা . মােয়াজ্জেম সাহেব থেকে সংগৃহিত

আর গাইনি বিষয়গুলাে নেয়া হয়েছে আমার ডাক্তার ভাইয়ের শ্যালক ( আমার মামাতাে ভাই ) এর স্ত্রী জনাবা ডা . বিলকিস সুলতানা ( পান্না ) এর কাছ থেকে । আল্লাহ পাক তাদের সকলকে উত্তম প্রতিদান দান করুন । আমীন ! উল্লিখিত কথাগুলােকে সামনে রেখে কিতাবটি অধ্যয়ন করলে আশা করি তেমন কোন সমস্যা অনুভব হবে না । অধমের দু’জন প্রিয় ছাত্র মাওলানা আব্দুস সবুর ও মাওলানা মাসূম এর কথাও উল্লেখ করতে হয় ।

তারা বিভিন্ন সময় বিভিন্ন মাসআলার উদ্ধৃতি বের করা এবং আরাে বিভিন্ন কাজে যথেষ্ট শ্রম দিয়েছেন । বাস্তব বলতে গেলে এ পর্যন্ত যাদের কথা উল্লেখ করেছি পরিশ্রম তাদেরই । আল্লাহ পাক তাদের ইলম ও আমলের মধ্যে আরও বরকত দান করুন । আমীন ! শেষ প্রান্তে এসে অধমের সহধর্মিনী মাওলানা সাঈদা আখতারের কথা উল্লেখ না করলেই নয় ।

কেননা সে আমার অন্যান্য লিখনি ও রচনাগুলাের ন্যায় এ কিতাবটিকেও অত্যন্ত বিচক্ষণতার সাথে অধ্যয়ন করেছে এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে অনেক পরামর্শও দিয়েছে । তার প্রায় প্রত্যেকটি পরামর্শই সঠিক ও উপকারী হিসেবে প্রমাণিত হয়েছে । অধম যেহেতু দেশের বাইরে দীর্ঘকাল লেখা – পড়া করেছে তাই অধমের বাংলা ভাষা ও সাহিত্যে দুর্বলতা রয়েছে । আল্লাহ পাক অধমের সহধর্মিনীকে । দিয়ে এ দুবর্লতা অনেকটা কাটিয়ে দিয়েছেন । আমি দুআ করি আল্লাহ তা’আলা তাকে আরও উন্নতি দান করুন এবং দ্বীনের একজন সহীহ খাদিমা হিসেবে কবুল করুন । আমীন !(pdf books)

— শেষকথা , অত্যন্ত সতর্কভাবে কিতাবটি নির্ভুল করার চেষ্টা করা হয়েছে । তারপরও ভুল – ত্রুটি থাকা স্বাভাবিক । এছাড়াও কোন তত্ত্ব ও তথ্যের ব্যাপারে কারও দ্বিমত থাকতে পারে ।o কুরআন – হাদীসের দৃষ্টিতে যথাযােগ্য দলীল – প্রমাণের ভিত্তিতে কোন সুহৃদ পাঠক অনুগ্রহপূর্বক পরামর্শ দিলে নিঃসংকোচে তা গ্রহণ করে নেয়া হবে এবং পরবর্তী সংস্করণে তা সংশােধন করে দেয়া হবে । আর তার কাছে থাকব চিরকৃতজ্ঞ । পরিশেষে সকলের কাছে দু’আ প্রার্থী যে , আল্লাহ পাক এ ক্ষুদ্র খিদমতটিকে সকলের জন্য উপকারী হিসেবে ককূল করেন । অধম ও এর পিছনে যাদের সামান্যতম শ্রম রয়েছে তাদের সকলের নাজাতের অসীলা বানিয়ে দেন । আমীন !

দিলাওয়ার হােসাইন

ইসলাম ও আধুনিক চিকিৎসা pdf books ডাউনলোড করুুন

tunetuni pdf download

Download

মুজাফফর বিন মুহসিন সকল বইয়ের পিডিএফ || ডঃ মুহাম্মদ আসাদুল্লাহ আল-গালিব || শহীদুল্লাহ খান মাদানী || ড. আবূ বকর মোঃ জাকারিয়া মজুমদার || আব্দুর রাজ্জাক বিন ইউসুফ || আব্দুল হামীদ আল-ফাইযী আল-মাদানী || ব্রাদার রাহুল হোসেন || ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর || আব্দুল্লাহ বিন আব্দুল রাজ্জাক||ডা:জাকির নায়েক

যেভাবে ফাইলটি ডাউনলোড করবেন— দেখুন

এরকম বই পেতে সম্পূর্ণ সাইটটি Tunetuni বিজিট করুন৷Facebook page লাইক করে আমাদের সাথেই থাকুন৷

#ইসলাম #চিকিৎসাবিজ্ঞান #ইসলামওচিকিৎসাবিজ্ঞান #মুফতীদেলাওয়ারহোসাইন #আধুনিক বিজ্ঞান