ওস্তাদ নোমান আলী খানের বই pdf download books. প্রশান্তির খোজে নোমান আলী খান pdf.Noman Ali khan pdf books download.
প্রশান্তির খোঁজে নোমান আলী খান এর বই pdf

মুসলিমদের চিন্তা – চেতনা কীভাবে কাজ করে সেটা নিয়ে আমার নিজস্ব সর্বশেষ মতামত বলবাে । আমি এটা জানি , কারণ আমার মাথাও একসময় এইভাবে কাজ করতাে । আমরা যখন ছােটবেলায় ইসলাম সম্পর্কে জ্ঞানলাভ করতাম , মাঝে মাঝে বিভিন্ন ধরণের গল্প শােনানাে হতাে আমাদের । যেমন , বড় কোনাে আলেম এরকম দো’আ করেছিল , যার কারণে এইরকম এইরকম হয়েছিল … অথবা নবী রাসূল এবং সাহাবীদের নিয়ে বিভিন্ন ঘটনা , বা কোন কাজ করলে কত সওয়াব হবে , আর কোন কাজ করলে কি পরিমাণ গুনাহ হবে , কি ধরণের শাস্তি হবে ধরণের কথাবার্তা আমরা সারাজীবন শুনে আসছি । এসব জিনিসের কিছু এসেছে আল – কুর’আন থেকে , কিছু সুন্নাহ থেকে , আর কিছু বিষয় কোথা থেকে এসেছে সেটা কেউ জানে না ।
কিন্তু আমাদের মাথায় এসব একসাথে মিলেমিশে ‘ মিক্স সালাদ ‘ এর মতাে হয়ে গেছে । আর এই মিশ্রণটাকেই আমরা ইসলাম হিসেবে মনে করি । এখন , আমাদের কি আলাদা করা উচিত ছিল না যে কোনটি আল্লাহর নির্দেশ , কোনটি নবীর শিক্ষা ? এসব বিষয় অন্য বিষয়গুলাের সাথে না মিশিয়ে আলাদা করে রাখা কি উচিত ছিল না ? এই বৃত্তগুলাে আঁকার উদ্দেশ্য কি ছিল ? উদ্দেশ্য এই যে , যখন আপনারা ইসলাম নিয়ে চিন্তা করবেন , তখন প্রাথমিকভাবে প্রথম তিনটি বৃত্ত নিয়ে ভাববেন । আর এর বাইরে অন্যকিছু যখন শুনবেন , তখন সেটাকে এই তিন বৃত্তের বাইরে অন্য যে বৃত্তগুলাে আছে সেগুলাের মধ্যে থেকে সঠিক বৃত্তটি বেছে নিয়ে সেখানে বসিয়ে নিবেন । আর যদি কোনাে কারণে , চার থেকে ছয় নম্বর বৃত্তের কোনাে কিছু নিয়ে আমরা নিজেদের মধ্যে একমত না – ও হই তাহলেও কিছু যায় আসে না । সেটা আমাদেরকে বিভক্ত করবে না । সেটা আমাদের উম্মাহকে ছিন্ন – বিচ্ছিন্ন করে দিবে । উম্মাহ’র ঐক্য হচ্ছে এক , দুই এবং তিন নম্বর বৃত্তের মধ্যে । আমাদের সবার একই ফিকহ থাকতে হবে এমন নয় । আমাদের সবাইকে যে বিতর সালাত একই নিয়মে পড়তে হবে এমনও নয় । আমাদের সবার তারাবীর নামাজের রাকাত সংখ্যা যে সমান হতে হবে তা – ও নয় । আমাদের সবকিছু একইরকম করতে হবে না ।
সব বিষয়ে আমাদের ফতােয়া একইরকম হতে হবে এমন কোনাে কথা নেই । এসব আমাদের কে বিভক্ত করবে না । দুই ভিন্ন দিনে ঈদের সালাত আদায় করলে আমরা বিভক্ত হয়ে যাবাে না । কারণ আমরা আরাে শক্তিশালী কিছু বিষয় দ্বারা ঐক্যবদ্ধ । কিন্তু যখনই আমরা সবগুলাে বৃত্তের সবকিছুকে একসাথে করে ফেলি তখনই বিভক্তি শুরু হয়ে যায় । আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আমাদেরকে প্রকৃত অর্থে ঐক্যবদ্ধ উম্মাহ হওয়ার তাওফিক দান করুন । আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আমাদেরকে কোন বিষয়গুলােকে প্রকৃত অর্থে অগ্রাধিকার বা প্রাধান্য দিতে হবে সেটা সঠিকভাবে বুঝার তৌফিক দান করুন । আমিন ।
প্রশান্তির খোঁজে নোমান আলী খান pdf-Download
যেভাবে google drive থেকে বইটি ডাউনলোড করবেন—দেখুন