The power of your subconscious mind pdf download | দ্য পাওয়ার অফ ইউর সাবকনশাস মাইন্ড

2/5 - (3 votes)

দ্য পাওয়ার অফ ইউর সাবকনশাস মাইন্ড bangla pdf download. The power of your subconscious mind .

বইয়ের নামঃ The Power of your subconscious mind

লেখকঃ ড.জোসেফ মারফি

অনুবাধকঃ অনীশ দাস অপু

ক্যাটাগরিঃ মোটিভেশনাল ও আত্মউন্নয়ন মূলক বই

ফাইল ফরমেটঃ পিডিএফ

সাইজঃ ১৭ এমবি

আপনার অবচেতন মনের শক্তি বই pdf download | মোটিভেশনাল বই pdf books | দ্য পাওয়ার অব ইওর সাবকন্সিয়াস মাইন্ড pdf file | The power of your subconscious mind | অনীশ দাস অপুর বই পিডিএফ ডাউনলোড

আকাক্ষাই

প্রার্থনা সকলেরই আকাক্ষা থাকে সুস্বাস্থ্য , সুখ , নিরাপত্তা মানসিক শান্তি পাবার জন্য । কিন্তু আমাদের মধ্যে কতজুন এসব লক্ষ্য অর্জনে সক্ষম হয় ? সম্প্রতি এক বিশ্ববিদ্যালয় শিক্ষক অমিকে বলেন , আমি জানি আমি যদি আমার মানসিক প্যাটার্ন বদলে ফেলি এবং আমার ইমােশনাল লাইফ রিডাইরেক্ট করে দিই , আমার হার্টের অবস্থার উন্নতি ঘটবে । আমি তা জানি । তবে সমস্যা হলাে আমি কোনাে কৌশল জানি না , জানি না প্রক্রিয়া কিংবা কার্যপ্রণালী । নানান সমস্যায় আমার মন অস্থির হয়ে দোটানায় ভুগতে থাকে আর নিজেকে আমার মনে হয় অসুখি , হতাশ এবং পরাজিত । এই অধ্যাপকটির আকাক্ষা ছিল সুস্বাস্থ্যের জন্য । তার যা দরকার ছিল তা হলে তার মন কীভাবে কাজ করে তা জানবার রাস্তা । এটিই তাঁকে পারত তাঁর আকাঙ্ক্ষা পূরণে সহায়তা করতে । এ বইতে বর্ণিত নিরাময় করার প্রণালীগুলাে অভ্যাস করার মাধ্যমে তিনি সুস্বাস্থ্যের অধিকারী হয়ে ওঠেন । 

আপনি কী বিশ্বাস করেন ?

শোকে যা ভাবে তা একজনের প্রার্থনার মাধ্যমে জবাব প্রাপ্তি ঘটবে বলেও বিশ্বাস করে না । প্রার্থনার জবাব মেলে তখনই যখন একজনের অবচেতন মন তার মনছবি কিংবা চিন্তায় সাড়া দেয় । বিশ্বাসের এই বিধিই হলাে বিশ্বজুড়ে সকল গর্মের গোপন ক্রিয়াশীল নীতি । এটাই হলাে তাদের মনস্তাত্ত্বিক সত্যের লুকায়িত •ারণ । বৌদ্ধ ধর্মাবলম্বী খৃষ্টান , মুসলমান এবং ইহুদিদের বিশ্বাসের মধ্যে প্রার্থনার জবাব পায় ফারাক থাকা সত্বেও । এটা কিভাবে ঘটে ? এর জবাব হলাে তারা যে প্রার্থনা করে তার মানসিক গ্রহণযােগ্যতার প্রতি বিশ্বাস এবং হণােন্মুখতা ( receptivity ) জীবনের বিধি হলাে বিশ্বাসের বিধান । বিশ্বাসকে সংক্ষেপে আপনার মনের ভাবনা বলা যায় । একজন লােক যা অনুভব করে, চিন্তা করে, বিশ্বাস করে , তার শরীর, মন এবং পারিপার্শ্বিকতার অবস্থাও তেমনটাই হয়ে থাকে । একটি নিয়ম বা পদ্ধতি, একটি কৌশল গড়ে ওঠে আপনি কী করছেন এবং কেন করছেন তার ওপর ভিত্তি করে ।  আপনার জীবনের সকল ভাল ভাল জিনিসের অবচেতন মূর্তপ্রকাশে এটি সাহায্য করবে । যে প্রার্থনার জবাব মেলে তা হলাে আপনার হৃদয়ের আকাক্ষার উপলব্ধি ।

এ বইয়ের বিশেষ দিক

এ বইয়ের বিশেষ দিক হলাে এটি একদমই সহজসরল একটি বই । এতে আপনি সহজ সব কলাকৌশল এবং ফর্মুলা পাবেন যা সহজেই আপনার দৈনন্দিন জীবনে কাজে লাগাতে পারবেন । আমি সারা বিশ্বের নারী – পুরুষদেরকে এই সরল প্রক্রিয়াগুলাে শিখিয়েছি । এ বইয়ের বিশেষ অধ্যায়গুলাে আপনাকে আকর্ষণ করবে কারণ এগুলে ব্যাখ্যা দেবে আপনি যা প্রার্থনা করেন কেন তার বিপরীতটাই আপনার কপালে জোটে । সারা বিশ্বের নানান মানুষ আমাকে হাজারবার জিজ্ঞেস করেছে , কেন আমি প্রার্থনা করা সত্বেও তার কোনাে জবাব পাইনি ? ‘ এ বইতে এই সাধারণ অভিযােগের জবাব আছে । অবচেতন মনের ওপর ছাপ ফেলার বিভিন্ন উপায় এবং সঠিক জবাব লাভ এ বইটিকে অসাধারণ মূল্যবান একটি গ্রন্থে পরিণত করেছে ।

বইটি অনলাইনে পড়ুন Reading

Pdf Download

tunetuni pdf download

mediafire থেকে Download করুন ডাউনলোড

App Box থেকে Download করুন ডাউনলোড

mega থেকে Download করুন ডাউনলোড

Usercloud থেকে Download করুন ডাউনলোড

যেভাবে ডাউনলোড করবেন দেখুন

#The power of your subconscious mind pdf download